যাত্রাপুস্তক 8:13 - কিতাবুল মোকাদ্দস13 আর মাবুদ মূসার কথা অনুসারে করলেন, তাতে বাড়িতে, প্রাঙ্গণে ও ক্ষেতে সমস্ত ব্যাঙ মারা গেল। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ13 আর মোশি যা চেয়েছিলেন সদাপ্রভু তাই করলেন। বাড়িতে, প্রাঙ্গণে ও ক্ষেতজমিতে ব্যাংগুলি মারা গেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 প্রভু পরমেশ্বর মোশির বিনতি গ্রাহ্য করলেন। ঘর-বাড়ির ভিতরে, উঠোনে, মাঠে-ঘাটে যে সব ব্যাঙ ছিল সেগুলি সব মরে গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 আর সদাপ্রভু মোশির বাক্যানুসারে করিলেন, তাহাতে গৃহে, প্রাঙ্গণে ও ক্ষেত্রে সকল ভেক মরিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 মোশির প্রার্থনায় সাড়া দিয়ে প্রভু ঘরে, বাইরে, মাঠে ঘাটের সমস্ত ব্যাঙকে মেরে ফেললেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 আর সদাপ্রভু মোশির কথা অনুযায়ী করলেন, তাতে বাড়িতে, উঠানে ও ক্ষেতের সব ব্যাঙ মারা গেল। অধ্যায় দেখুন |