Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 7:4 - কিতাবুল মোকাদ্দস

4 তবুও ফেরাউন তোমাদের কথায় মনোযোগ দেবে না; আর আমি মিসরে হস্তক্ষেপ করে কঠোর দণ্ড দ্বারা মিসর দেশ থেকে আমার সৈন্যসামন্তকে, আমার লোক বনি-ইসরাইলকে, বের করবো।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

4 তবুও সে তোমাদের কথা শুনবে না। পরে আমি মিশরের উপর আমার হাত বাড়াব এবং দণ্ডের ক্ষমতাশালী কাজের মাধ্যমে আমি আমার সৈন্যসামন্তকে, আমার প্রজা ইস্রায়েলীদের বের করে আনব।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

4 ফারাও তোমাদের কথায় কান দেবে না। তখন আমি মিশরের উপরে আঘাত হানব এবং মিশরীদের চরম দণ্ড বিধান করে আমার প্রজাবাহিনী ইসরায়েলীদের মিশর থেকে উদ্ধার করে আনব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 তথাপি ফরৌণ তোমাদের কথায় মনোযোগ করিবে না; আর আমি মিসরে হস্তার্পণ করিয়া মহাশাসন দ্বারা মিসর দেশ হইতে আপন সৈন্যসামন্তকে, আপন প্রজা ইস্রায়েল-সন্তানগণকে, বাহির করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 তবুও সে তোমাদের কথা শুনবে না। তখন আমি মিশরকে কঠিন শাস্তি দেব এবং আমি মিশর থেকে আমার লোকদের বাইরে বের করে আনব।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 তবুও ফরৌণ তোমাদের কথায় মনোযোগ করবে না; আর আমি মিশরের উপর হাত তুলে ভয়ঙ্কর শাস্তির মধ্যে দিয়ে মিশর দেশ থেকে আমার সৈন্যসামন্তকে, আমার প্রজা ইস্রায়েল সন্তানদের, বের করব।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 7:4
28 ক্রস রেফারেন্স  

আর মাবুদ মূসাকে বলেছিলেন, ফেরাউন তোমার কথায় মনোযোগ দেবে না, যেন মিসর দেশে আমার অলৌকিক লক্ষণ বহুসংখ্যক হয়।


অতএব বনি-ইসরাইলদেরকে বল, আমিই মাবুদ, আমি তোমাদেরকে মিসরীয়দের অধীনতা থেকে বের করে আনবো ও তাদের গোলামী থেকে উদ্ধার করবো এবং প্রসারিত বাহু ও মহৎ শাসন দ্বারা তোমাদেরকে মুক্ত করবো।


এভাবে মাবুদ সেদিন দলে দলে বনি-ইসরাইলদেরকে মিসর দেশ থেকে বের করে আনলেন।


কেননা তাঁর বিচারাজ্ঞাগুলো সত্য ও ন্যায্য; কারণ যে মহাবেশ্যা তার বেশ্যাক্রিয়া দ্বারা দুনিয়াকে ভ্রষ্ট করতো, তিনি তার বিচার করেছেন, তার হাত থেকে তাঁর গোলামদের রক্তপাতের পরিশোধ নিয়েছেন।


পরে আমি কোরবানগাহ্‌র এই বাণী শুনলাম, হ্যাঁ, হে প্রভু আল্লাহ্‌, সর্বশক্তিমান, তোমার বিচার সত্য ও ন্যায়ে পূর্ণ।


হে প্রভু, কে না ভয় পাবে? এবং তোমার নামের গৌরব কে না করবে? কেননা একমাত্র তুমিই পবিত্র, কেননা সমস্ত জাতি এসে তোমার সম্মুখে এবাদত করবে, কেননা তোমার ন্যায়বিচার প্রকাশিত হয়েছে।”


এভাবে আমি মিসরকে বিচারসিদ্ধ দণ্ড দেব, তাতে তারা জানবে যে, আমিই মাবুদ।


আর আমি পথ্রোষকে ধ্বংস করবো, সোয়নে আগুন লাগাব ও নো-নগরে বিচারসিদ্ধ দণ্ড দেব।


আর আমি মোয়াবকে বিচারসিদ্ধ দণ্ড দেব, তাতে তারা জানবে যে, আমিই মাবুদ।


কারণ সার্বভৌম মাবুদ এই কথা বলেন, এমন যদি হয়, তবে আমি মানুষ ও পশু উচ্ছিন্ন করার জন্য জেরুশালেমের বিরুদ্ধে আমার চারটি ভয়ংকর শাস্তি, অর্থাৎ তলোয়ার, দুর্ভিক্ষ, হিংস্র পশু ও মহামারী প্রেরণ করলে কি না ঘটবে?


সত্যিই আমার বিরুদ্ধে তিনি তাঁর হাত তুলেছেন; সমস্ত দিন বারে বারে তুলেছেন।


রাতের বেলায় আমি প্রাণের সঙ্গে তোমার আকাঙক্ষা করেছি; হ্যাঁ, সযত্নে আমার অন্তরস্থ রূহ্‌ দ্বারা তোমার খোঁজ করবো, কেননা দুনিয়াতে তোমার বিচারগুলো প্রচলিত হলে, দুনিয়া-নিবাসীরা ধার্মিকতা শিক্ষা করবে।


প্রস্তুত রয়েছে নিন্দুকদের জন্য দণ্ডাজ্ঞা, মূর্খদের পিঠের জন্য বেত্রাঘাত।


মাবুদ যেমন বলেছিলেন ও তাদের কাছে যেমন শপথ করেছিলেন, সেই অনুসারে তারা যে কোন স্থানে যেত, সেই স্থানে অমঙ্গলার্থে মাবুদের হাত তাদের বিরুদ্ধে ছিল; এভাবে তারা অতিশয় দুর্দশার মধ্যে পড়তো।


পরে মাবুদ মূসাকে বললেন, তুমি ফেরাউনের কাছে যাও; কেননা আমি তার ও তার কর্মকর্তাদের অন্তর কঠিন করলাম। আমি তাদের মধ্যে আমার এসব চিহ্ন-কাজ দেখাব,


তবে দেখ, তোমার ক্ষেতে যে সব পশু রয়েছে, অর্থাৎ তোমার ঘোড়া, গাধা, উট, গরুর পাল ও ভেড়ার পালের উপর মাবুদের হাত রয়েছে; কঠিন মহামারী হবে।


এই যে হারুন ও মূসা, এঁদেরকেই মাবুদ বললেন, তোমরা বনি-ইসরাইলদেরকে সৈন্যশ্রেণীক্রমে মিসর দেশ থেকে বের কর।


এর পর আমি হাত বাড়িয়ে দেবো এবং দেশের মধ্যে যে সমস্ত অলৌকিক কাজ করবো তা দিয়ে মিসরকে আঘাত করবো। এর পরে সে তোমাদেরকে যেতে দেবে।


কিন্তু আমি জানি, পরাক্রান্ত হাত দেখালেও মিসরের বাদশাহ্‌ তোমাদের যেতে দেবে না।


তখন মাবুদ মূসাকে বললেন, আমি ফেরাউনের প্রতি যা করবো তা তুমি এখন দেখবে; কেননা শক্তিশালী হাত দেখানো হলে সে লোকদেরকে ছেড়ে দেবে এবং শক্তিশালী হাত দেখানো হলে নিজের দেশ থেকে তাদেরকে দূর করে দেবে।


কিন্তু ফেরাউনের অন্তর কঠিন হল, তিনি তাঁদের কথায় মনোযোগ দিলেন না যেমন মাবুদ বলেছিলেন।


আর তাকে বলো, ইবরানীদের মাবুদ আল্লাহ্‌ আমাকে দিয়ে আপনাকে বলে পাঠিয়েছেন, তুমি আমার লোকদেরকে মরুভূমিতে আমার সেবা করার জন্য ছেড়ে দাও; কিন্তু তুমি এই পর্যন্ত মনোযোগ দাও নি।


কিন্তু ফেরাউন যখন দেখলেন, ব্যাঙের উৎপাত আর নেই, তখন তাঁর অন্তর কঠিন করলেন, তাঁদের কথায় মনোযোগ দিলেন না। মাবুদ যেমন বলেছিলেন তেমনি হল।


তখন জাদুকরেরা ফেরাউনকে বললো, এতে আল্লাহ্‌র আঙ্গুলের ইশারা আছে। তবুও ফেরাউনের অন্তর কঠিন হল, তিনি তাঁদের কথায় মনোযোগ দিলেন না; যেমন মাবুদ বলেছিলেন।


আর মাবুদ ফেরাউনের অন্তর কঠিন করলেন। তিনি তাদের কথায় মনোযোগ দিলেন না, যেমন মাবুদ মূসাকে বলেছিলেন।


আর মূসা লোকদেরকে বললেন, এই দিনটি স্মরণে রেখো, যে দিনে তোমরা মিসর থেকে অর্থাৎ গোলামীর গৃহ থেকে বের হলে, কারণ মাবুদ তাঁর পরাক্রমশালী হাত দিয়ে সেখান থেকে তোমাদেরকে বের করে আনলেন। এই দিনে কোন খামিযুক্ত খাদ্য খাওয়া যাবে না।


আর এটি চিহ্নের জন্য তোমার হাতে ও স্মরণ রাখার জন্য তোমার দুই চোখের মাঝখানে থাকবে, যেন মাবুদের শরীয়ত তোমার ঠোঁটস্থ থাকে, কেননা মাবুদ তাঁর পরাক্রমশালী হাত দিয়ে মিসর থেকে তোমাকে বের করেছেন।


আর মাবুদ ইসরাইলের জন্য ফেরাউনের প্রতি ও মিসরীয়দের প্রতি যা যা করেছিলেন এবং পথে তাদের যে যে কষ্ট ঘটেছিল ও মাবুদ যেভাবে তাদেরকে উদ্ধার করেছিলেন, সেসব বৃত্তান্ত মূসা তাঁর শ্বশুরকে বললেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন