যাত্রাপুস্তক 6:18 - কিতাবুল মোকাদ্দস18 কহাতের সন্তান ইমরান, যিষ্হর, হেবরন ও উষীয়েল; কহাতের বয়স এক শত তেত্রিশ বছর হয়েছিল; অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ18 কহাতের ছেলেরা: অম্রাম, যিষ্হর, হিব্রোণ ও উষীয়েল। (কহাৎ 133 বছর বেঁচেছিলেন।) অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 কোহাৎ-এর সন্তান: অম্রম, যিষহর, হিব্রোণ ও উষিয়েল। কোহাৎ একশ’ তেত্রিশ বছর বেঁচেছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 কহাতের সন্তান অম্রম, যিষ্হর, হিব্রোণ ও উষীয়েল; কহাতের বয়স এক শত তেত্রিশ বৎসর হইয়াছিল। মরারির সন্তান মহলি ও মূশি; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 কহাৎ 133 বছর পর্যন্ত জীবিত ছিল। কহাতের পুত্ররা হল অম্রম, যিষ্হর, হিব্রোণ এবং উষীয়েল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 কহাতের সন্তান অম্রম, যিষহর, হিব্রোণ ও উষীয়েল; কহাতের বয়স একশো তেত্রিশ বছর হয়েছিল। অধ্যায় দেখুন |