যাত্রাপুস্তক 5:6 - কিতাবুল মোকাদ্দস6 আর ফেরাউন সেদিন লোকদের কার্যশাসক ও নেতৃবর্গকে এই হুকুম দিলেন, অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ6 সেদিনই ফরৌণ লোকজনের দায়িত্বে থাকা ক্রীতদাস পরিচালকদের ও তত্ত্বাবধায়কদের এই আদেশ দিলেন: অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 সেই দিনই ফারাও কর্মপরিদর্শক ও মজুর-সর্দারদের আদেশ দিলেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 আর ফরৌণ সেই দিন লোকদের কার্য্যশাসক ও অধ্যক্ষগণকে এই আজ্ঞা দিলেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 একই দিনে ক্রীতদাস প্রভুদের এবং ইস্রায়েলীয় তত্ত্বাবধায়কদের ফরৌণ আদেশ দিলেন ইস্রায়েলীয় লোকদের আরো কিছু কঠিনতর কাজ দিতে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 আর ফরৌণ সেই দিন লোকদের শাসক ও শাসনকর্তাকে এই আদেশ দিলেন, অধ্যায় দেখুন |
আর ইসরাইল লোকদেরকে সর্বপ্রথমে দোয়া করার জন্য, মাবুদের গোলাম মূসা যেমন হুকুম করেছিলেন, তেমনি সমস্ত ইসরাইল, তাদের প্রাচীনবর্গরা, কর্মচারীরা ও বিচারকরা, স্বজাতীয় বা প্রবাসী সমস্ত লোক সিন্দুকের এদিকে ওদিকে মাবুদের শরীয়ত-সিন্দুক-বাহক লেবীয় ইমামদের সম্মুখে দাঁড়াল; তাদের অর্ধেক গরিষীম পর্বতের সম্মুখে, বাকী অর্ধেক এবল পর্বতের সম্মুখে রইলো।