Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 40:3 - কিতাবুল মোকাদ্দস

3 আর তার মধ্যে শরীয়ত-সিন্দুক রেখে পর্দা টাঙ্গিয়ে সেই সিন্দুক আড়াল করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

3 বিধিনিয়মের সিন্দুকটি সেটির মধ্যে রেখে দাও এবং সিন্দুকটি পর্দা দিয়ে ঢেকে দাও।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3 এই শিবিরের মধ্যে তুমি চুক্তি সিন্দুকটি রাখবে। পর্দা টাঙ্গিয়ে সেটিকে আড়াল করে রাখবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 আর তাহার মধ্যে সাক্ষ্য-সিন্দুক রাখিয়া তিরস্করিণী টাঙ্গাইয়া সেই সিন্দুক আড়াল করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 সাক্ষ্য সিন্দুকটি পবিত্র তাঁবুতে রাখো এবং আবরণ দিয়ে ঢেকে দাও।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 আর তুমি তার মধ্যে সাক্ষ্য সিন্দুক রাখবে এবং তুমি অবশ্যই পর্দা টাঙ্গিয়ে সেই সিন্দুকটি সুরক্ষা করবে।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 40:3
16 ক্রস রেফারেন্স  

যখন শিবিরের লোকেরা অগ্রসর হবে, তখন হারুন ও তার পুত্ররা ভেতরে যাবে এবং ব্যবধানের পর্দা নামিয়ে তা দ্বারা শরীয়ত-সিন্দুক ঢাকবে,


সিন্দুক ও তার বহন-দণ্ড, গুনাহ্‌ আবরণ ও ব্যবধানের পর্দা,


পরে আল্লাহ্‌র বেহেশতী এবাদতখানার দ্বার মুক্ত হল, তাতে তাঁর এবাদতখানার মধ্যে তাঁর শরীয়ত-সিন্দুক দেখা গেল এবং বিদ্যুৎ, গর্জন, মেঘধ্বনি, ভূমিকমপ ও মহা-শিলাবৃষ্টি হল।


পরে সে ঐ বাছুরটির কিঞ্চিৎ রক্ত নিয়ে গুনাহ্‌ আবরণের পূর্ব পাশে আঙ্গুল দ্বারা ছিটিয়ে দেবে এবং আঙ্গুল দ্বারা গুনাহ্‌ আবরণের সম্মুখে ঐ রক্ত সাতবার ছিটিয়ে দেবে।


আর আমি সেই স্থানে তোমার সঙ্গে সাক্ষাৎ করবো এবং গুনাহ্‌-আবরণের উপরিভাগ থেকে, সাক্ষ্য-সিন্দুকের উপরিস্থ দুই কারুবীর মধ্য থেকে তোমার সঙ্গে আলাপ করে বনি-ইসরাইলদের প্রতি আমার সমস্ত হুকুম তোমাকে জানাবো।


আর তুমি নীল, বেগুনে ও লাল এবং পাকানো সাদা মসীনা সুতা দিয়ে একটি পর্দা প্রস্তুত করবে; তা শিল্পীদের কাজ হবে, তাতে কারুবীদের আকৃতি থাকবে।


তারা শিটীম কাঠের একটি সিন্দুক তৈরি করবে; তা আড়াই হাত লম্বা, দেড় হাত চওড়া ও উচ্চতায় দেড় হাত হবে।


আর দ্বিতীয় ভাগে পর্দার পিছনে তাঁবুর আর একটা অংশ ছিল যার নাম মহা-পবিত্র স্থান,


ইসরাইলকে বের করে আনবার দিন থেকে আজ পর্যন্ত আমি তো কোন গৃহে বাস করি নি, কিন্তু এক তাঁবু থেকে অন্য তাঁবুতে ও এক শরীয়ত-তাঁবু থেকে অন্য আবাসে গিয়েছি।


জমায়েত-তাঁবু, শরীয়ত-সিন্দুক, তার উপরিস্থ গুনাহ্‌ আবরণ এবং তাঁবুর সমস্ত পাত্র;


আর মূসা বনি-ইসরাইলদের সমস্ত দলকে বললেন, মাবুদ এই হুকুম দিয়েছেন;


এভাবে জমায়েত-তাঁবুরূপ শরীয়ত-তাঁবুর সমস্ত কাজ সমাপ্ত হল; মূসার প্রতি মাবুদের হুকুম অনুসারে বনি-ইসরাইল সমস্ত কাজ করলো।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন