Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 39:43 - কিতাবুল মোকাদ্দস

43 পরে মূসা ঐ সমস্ত কাজের প্রতি দৃষ্টিপাত করলেন, আর দেখ, তারা করেছে; মাবুদের হুকুম অনুসারেই করেছে; আর মূসা তাদেরকে দোয়া করলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

43 মোশি সেই কাজ পরিদর্শন করলেন এবং দেখলেন যে সদাপ্রভু যেমন আদেশ দিয়েছিলেন, ঠিক সেভাবেই তারা তা করেছে। তাই মোশি তাদের আর্শীবাদ করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

43 মোশি তাদের সমস্ত কাজকর্ম পর্যবেক্ষণ করে দেখলেন যে তারা প্রভুর নির্দেশ মতই সব কিছু করেছে। তিনি তখন তাদের আশীর্বাদ করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

43 পরে মোশি ঐ সকল কার্য্যের প্রতি দৃষ্টি করিলেন, আর দেখ, তাহারা করিয়াছে; সদাপ্রভুর আজ্ঞানুসারেই করিয়াছে; আর মোশি তাহাদিগকে আশীর্ব্বাদ করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

43 মোশি সবকিছু ভাল করে পর্যবেক্ষণ করে দেখল যে সবকিছুই হুবহু প্রভুর আদেশ মতোই হয়েছে। তাই মোশি তাদের আশীর্বাদ করল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

43 মোশি ঐ সব কাজের প্রতি পরীক্ষামূলক ভাবে লক্ষ্য করলেন, আর দেখ, তারা সেগুলি করেছে। যেমন ভাবে সদাপ্রভুর আদেশ করেছিলেন সেই ভাবেই তারা করেছে। তখন মোশি তাদেরকে আশীর্বাদ করলেন।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 39:43
24 ক্রস রেফারেন্স  

পরে লেবীয় ইমামেরা লোকদেরকে দোয়া করলো আর আল্লাহ্‌ তাদের মুনাজাত শুনলেন, কারণ তাদের মুনাজাত তাঁর পবিত্র বাসস্থান বেহেশতে উপস্থিত হল।


পরে বাদশাহ্‌ মুখ ফিরিয়ে সমস্ত ইসরাইল-সমাজকে দোয়া করলেন; আর সমস্ত ইসরাইল-সমাজ দণ্ডায়মান হল।


আর পোড়ানো-কোরবানী ও মঙ্গল-কোরবানী সমাপ্ত করার পর দাউদ বাহিনীগণের মাবুদের নামে লোকদের দোয়া করলেন।


মাবুদের গৌরব অনন্তকাল থাকুক, মাবুদ নিজের কাজে আনন্দ করুন।


পরে বাদশাহ্‌ মুখ ফিরিয়ে সমস্ত ইসরাইল-সমাজকে দোয়া করলেন; আর সমস্ত ইসরাইল-সমাজ দণ্ডায়মান হল।


পরে ইউসা তাদের দোয়া করে বিদায় দিলেন; তারা নিজ নিজ তাঁবুতে প্রস্থান করলো।


তিনি ইব্রামকে দোয়া করে বললেন, ইব্রাম বেহেশত ও দুনিয়ার অধিকারী সর্বশক্তিমান আল্লাহ্‌র দোয়ার পাত্র হোন,


পরে আল্লাহ্‌ তাঁর সৃষ্ট সমস্ত বস্তুর প্রতি দৃষ্টিপাত করলেন, আর দেখ, সকলই অতি উত্তম। আর সন্ধ্যা ও সকাল হলে ষষ্ঠ দিন হল।


তোমার গোলামও তা দ্বারা সুশিক্ষা পায়; তা পালন করলে মহা ফল হয়।


আর যেসব লোক ইচ্ছাপূর্বক জেরুশালেমে বাস করতে চাইল, লোকেরা তাদেরকে দোয়া করলো।


আর দাউদ পোড়ানো-কোরবানী ও মঙ্গল-কোরবানীর কাজ শেষ করার পর মাবুদের নামে লোকদেরকে দোয়া করলেন।


এবং মাবুদের সম্মুখে প্রদীপ জ্বালালেন; যেমন মাবুদ মূসাকে হুকুম দিয়েছিলেন।


মাবুদ মূসাকে যেমন হুকুম করেছিলেন, সেই অনুসারে বনি-ইসরাইলরা সমস্তই সম্পন্ন করলো।


পরে মাবুদ মূসাকে বললেন,


তাতে আমি মাবুদের হুকুম অনুসারে গিয়ে ফোরাত নদীর কাছে তা লুকিয়ে রাখলাম।


পরে মূসা ও হারুন সেরকম করলেন; মাবুদের হুকুম অনুসারে কাজ করলেন।


পরে বনি-ইসরাইলেরা গিয়ে, মাবুদ মূসা ও হারুনকে যেরকম হুকুম করেছিলেন, সেই রকম কাজ করলো।


শরীয়ত-তাঁবুর ও তার সমস্ত দ্রব্যের যে নমুনা আমি তোমাকে দেখাই, সেই অনুসারে তোমরা সমস্তই করবে।


বনি-ইসরাইলদের জন্য তাদের সমস্ত গুনাহের দরুন বছরের মধ্যে একবার কাফ্‌ফারা করা তোমাদের পক্ষে চিরস্থায়ী নিয়ম হবে। তখন হারুন মূসার প্রতি মাবুদের হুকুম অনুসারে কাজ করলেন।


মূসা মানশার অর্ধেক বংশকে বাশনে অধিকার দিয়েছিলেন এবং ইউসা তার অন্য অর্ধেক বংশকে জর্ডানের পশ্চিম পারে তাদের ভাইদের মধ্যে অধিকার দিয়েছিলেন। আর স্ব স্ব তাঁবুতে বিদায় করার সময়ে ইউসা তাদের দোয়া করলেন, আর বললেন,


আর একাদশ বছরের বূল মাসে, অর্থাৎ অষ্টম মাসে নির্ধারিত সমস্ত আকার অনুসারে সর্বাংশে গৃহের নির্মাণ সমাপ্ত হয়; তিনি ঐ গৃহ নির্মাণে সাত বছর ব্যাপৃত ছিলেন।


আর তিনি দাঁড়িয়ে উচ্চৈঃস্বরে সমস্ত ইসরাইল-সমাজকে দোয়া করলেন, বললেন;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন