Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 39:36 - কিতাবুল মোকাদ্দস

36 এবং টেবিল, তার সমস্ত পাত্র ও দর্শন-রুটি,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

36 সব উপকরণ সমেত টেবিল এবং দর্শন-রুটি;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

36 বেদী ও তার সমস্ত আসবাবপত্র, ঈশ্বরের উদ্দেশে নিবেদিত রুটি,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

36 পাপাবরণ এবং মেজ, তাহার সমস্ত পাত্র ও দর্শন-রুটী,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

36 তারা তাকে টেবিল ও তার উপরে রাখা জিনিস এবং বিশেষ রুটিও দেখাল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

36 তারা টেবিল ও তার সব পাত্রগুলি এবং দর্শন রুটি আনলো,

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 39:36
6 ক্রস রেফারেন্স  

সোলায়মান মাবুদের গৃহস্থিত সমস্ত পাত্র তৈরি করালেন; সোনার ধূপগাহ্‌ ও দর্শনরুটি রাখার সোনার টেবিল;


আর তুমি সেই টেবিলের উপরে আমার সম্মুখে নিয়মিতভাবে দর্শন-রুটি রাখবে।


তিনি তো আল্লাহ্‌র গৃহে প্রবেশ করলেন এবং তাঁরা দর্শন-রুটি ভোজন করলেন, যা তাঁর ও তাঁর সঙ্গীদের ভোজন করা উচিত ছিল না, কেবল ইমামেরা তা ভোজন করতে পারতো।


এবং শরীয়ত-সিন্দুক ও তার বহন-দণ্ড, গুনাহ্‌ আবরণ


খাঁটি সোনার প্রদীপ-আসন, তার সমস্ত প্রদীপ অর্থাৎ প্রদীপগুলো, তার সমস্ত পাত্র ও প্রদীপের জন্য তেল,


আর তুমি মিহি সুজি নিয়ে বারোখানি পিঠা প্রস্তুত করবে; তার প্রত্যেক পিঠা (এক ঐফার) বিশ ভাগের এক ভাগ হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন