যাত্রাপুস্তক 37:18 - কিতাবুল মোকাদ্দস18 সেই প্রদীপ-আসনের এক পাশ থেকে তিনটি শাখা ও প্রদীপ-আসনের অন্য পাশ থেকে তিনটি শাখা, এই ছয়টি শাখা তার পাশ থেকে বের হল। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ18 সেই দীপাধারের দুই ধার থেকে একদিকে তিনটি ও অন্যদিকে তিনটি—মোট ছয়টি শাখা বের করা হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 দীপাধারের কাণ্ড থেকে দুই পাশে তিনটি করে মোট ছয়টি শাখা নির্গত ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 সেই দীপবৃক্ষের এক পার্শ্ব হইতে তিন শাখা, ও দীপবৃক্ষের অন্য পার্শ্ব হইতে তিন শাখা, এই ছয় শাখা তাহার পার্শ্ব হইতে নির্গত হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 বাতিদানের ছয়টি শাখা—একদিকে তিনটি অপরদিকে আরও তিনটি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 ছয়টি শাখা তার পাশ থেকে বেরিয়ে ছিল-এক পাশ থেকে তিনটি শাখা ও অন্য পাশ থেকে তিনটি শাখা। অধ্যায় দেখুন |