যাত্রাপুস্তক 36:8 - কিতাবুল মোকাদ্দস8 পরে কাজে নিযুক্ত দক্ষ সমস্ত লোক পাকানো সাদা মসীনা সুতা, নীল, বেগুনে ও লাল সুতায় তৈরি দশটি পর্দা দ্বারা শরীয়ত-তাঁবু প্রস্তুত করলেন। সেই পর্দাগুলোতে শিল্পীদের কৃত কারুবীদের আকৃতি ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ8 কারিগরদের মধ্যে যাঁরা দক্ষ ছিলেন, তাঁরা পাকা হাতে মিহি পাকান মসিনা ও নীল, বেগুনি ও টকটকে লাল রংয়ের সুতোয় তৈরি দশটি পর্দায় করূবদের নকশা ফুটিয়ে তুলে সমাগম তাঁবুটি তৈরি করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 কাজে নিযুক্ত দক্ষ কারিগরেরা সকলে মিলে শিবিরটি তৈরী করল। নীল, বেগুনী ও লাল রং এর সূক্ষ্ম সুতোয় তৈরী দশটি পর্দা জুড়ে এটি তৈরী করা হল। এগুলির উপরে সূচীশিল্পের কাজ করা করূব মূর্তি আঁকা ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 পরে কর্ম্মকারী বিজ্ঞমনা লোক সকল পাকান সাদা মসীনা সূত্র, নীল, বেগুনে ও লাল সূত্রনির্ম্মিত দশ যবনিকা দ্বারা আবাস প্রস্তুত করিলেন; এবং সেই যবনিকা সমূহে শিল্পকারের কৃত করূবগণের আকৃতি ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 তারপর দক্ষ কারিগররা পবিত্র তাঁবু তৈরী করবার কাজ আরম্ভ করল। তারা মিহি শনের কাপড়, বেগুনী, নীল ও লাল সুতো দিয়ে দশটি পর্দা তৈরী করল। তারা তার ওপর সূতো দিয়ে ঈশ্বরের বিশেষ ডানাযুক্ত করূব দূতের ছবি বসাল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 পরে সমস্ত দক্ষ কারিগর পাকানো সাদা মসীনা সুতো, নীল, বেগুনে ও লাল সুতো দিয়ে তৈরী দশটি পর্দার সমাগম তাঁবু তৈরী করলেন এবং সেই পর্দাগুলিতে দক্ষ শিল্পীর দিয়ে তৈরী করূবের আকৃতি ছিল। অধ্যায় দেখুন |