Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 36:20 - কিতাবুল মোকাদ্দস

20 পরে তিনি শরীয়ত-তাঁবুর জন্য শিটীম কাঠের দাঁড় করানো তক্তাগুলো তৈরি করলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

20 তাঁরা সমাগম তাঁবুর জন্য বাবলা কাঠ দিয়ে খাড়া কাঠামো তৈরি করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

20 তারপর তারা শিবিরের জন্য শিটিম কাঠের খাড়া তক্তা তৈরী করল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 পরে তিনি আবাসের জন্য শিটীম কাষ্ঠের দাঁড় করান তক্তা সকল নির্ম্মাণ করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 তারপর কারিগররা পবিত্র তাঁবুকে দাঁড় করানোর জন্য বাবলা কাঠের কাঠামো বানালো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 তিনি সমাগম তাঁবুর জন্য শিটীম কাঠের লম্বা তক্তা তৈরী করলেন।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 36:20
8 ক্রস রেফারেন্স  

ও পরিশোধিত ভেড়ার চামড়া, শুশুকের চামড়া ও শিটীম কাঠ;


তাতে আমি শিটীম কাঠের একটি সিন্দুক তৈরি করলাম এবং প্রথমবারের মত দু’টি পাথর-ফলক কেটে সেই দু’টি পাথর-ফলক হাতে নিয়ে পর্বতে উঠলাম।


পরে ইসরাইল শিটীমে বাস করলো, আর লোকেরা মোয়াবের কন্যাদের সঙ্গে জেনায় লিপ্ত হল।


তারা শিটীম কাঠের একটি সিন্দুক তৈরি করবে; তা আড়াই হাত লম্বা, দেড় হাত চওড়া ও উচ্চতায় দেড় হাত হবে।


পরে পরিশোধিত ভেড়ার চামড়া দিয়ে তাঁবুর একটি ছাদ, আবার তার উপরে শুশুকের চামড়ার একটি ছাদ প্রস্তুত করলেন।


একেক তক্তা লম্বায় দশ হাত ও প্রত্যেক তক্তা চওড়ায় দেড় হাত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন