Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 29:31 - কিতাবুল মোকাদ্দস

31 পরে তুমি সেই অভিষেকের ভেড়ার গোশ্‌ত নিয়ে কোন পবিত্র স্থানে পাক-পবিত্র করবে,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

31 “যাজকপদে নিযুক্তিমূলক মেষটি নিও এবং পবিত্র এক স্থানে সেই মাংস রান্না কোরো।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

31 অভিষেক অনুষ্ঠানে উৎসর্গিত মেষটির মাংস তুমি কোন শুচিশুদ্ধ স্থানে নিয়ে গিয়ে পাক করবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

31 পরে তুমি সেই হস্তপূরণার্থক মেষের মাংস লইয়া কোন পবিত্র স্থানে পাক করিবে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

31 “হারোণের মহাযাজকরূপে অভিষেক উৎসবে ব্যবহৃত মেষের মাংস সেদ্ধ কর। পবিত্রস্থানেই ঐ মাংস রান্না হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

31 পরে তুমি সেই যাজক দিয়ে আমার জন্য পবিত্র করা ভেড়ার মাংস নিয়ে কোন পবিত্র স্থানে সিদ্ধ করবে।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 29:31
8 ক্রস রেফারেন্স  

পরে মূসা হারুন ও তাঁর পুত্রদেরকে বললেন, তোমরা জমায়েত-তাঁবুর দ্বারে কোরবানীর গোশ্‌ত সিদ্ধ কর এবং “হারুন ও তাঁর পুত্ররা তা ভোজন করবেন,” আমার এই হুকুম অনুসারে তোমরা সেই স্থানে তা এবং অভিষেক-কোরবানীর ডালিতে স্থিত রুটি ভোজন কর।


আবার চর্বি না পোড়াতেই ইমামের ভৃত্য এসে যজমানকে বলতো, ইমামকে শূল্য গোশ্‌ত দাও; সে তোমা থেকে সিদ্ধ গোশ্‌ত নেবে না, কাঁচাই নেবে।


বাস্তবিক ঐ ইমামেরা লোকদের সঙ্গে এরকম ব্যবহার করতো; কেউ কোরবানী করলে যখন তার গোশ্‌ত সিদ্ধ করা হত, তখন ইমামের ভৃত্য তিন কাঁটাযুক্ত শূল হাতে করে আসত;


তার পুত্রদের মধ্যে যে তার পদে ইমাম হয়ে পবিত্র স্থানে পরিচর্যা করতে জমায়েত-তাঁবুতে প্রবেশ করবে, সে সেই পোশাক সাত দিন পরবে।


এবং হারুন ও তার পুত্ররা জমায়েত-তাঁবুর দ্বারে সেই ভেড়ার গোশ্‌ত ও ডালিতে রাখা সেই রুটি ভোজন করবে।


পরে তিনি দ্বিতীয় ভেড়া, অর্থাৎ অভিষেকের ভেড়াটি আনলেন এবং হারুন ও তাঁর পুত্ররা ঐ ভেড়ার মাথায় হাত রাখলেন।


পরে তিনি আমাকে বললেন, খোলা স্থানের সম্মুখে উত্তর ও দক্ষিণ দিকের যেসব কুঠরী আছে, সেগুলো পবিত্র কুঠরী। যে ইমামেরা মাবুদের কাছে উপস্থিত হয়, তারা সেই স্থানে অতি পবিত্র দ্রব্যগুলো ভোজন করবে; সেই স্থানে তারা অতি পবিত্র দ্রব্যগুলো এবং শস্য-উৎসর্গ, গুনাহ্‌-কোরবানী ও দোষ-কোরবানী রাখবে, কেননা স্থানটি পবিত্র।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন