যাত্রাপুস্তক 29:28 - কিতাবুল মোকাদ্দস28 তাতে বনি-ইসরাইলদের থেকে তা হারুন ও তার সন্তানদের চিরস্থায়ী অধিকার হবে, কেননা তা-ই উত্তোলনীয় উপহার। বনি-ইসরাইলদের এই উত্তোলনীয় উপহার তাদের মঙ্গল-কোরবানী থেকে দেয়; এটি মাবুদের উদ্দেশে তাদের উত্তোলনীয় উপহার। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ28 এটি সবসময় হারোণ ও তার ছেলেদের জন্য ইস্রায়েলীদের কাছ থেকে নেওয়া চিরস্থায়ী অংশ হবে। এ হল ইস্রায়েলীদের সেই উপহার, যা সদাপ্রভুর উদ্দেশে দত্ত মঙ্গলার্থক বলি থেকে তারা দিয়ে থাকে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 আমার চিরস্থায়ী বিধিবলে ইসরায়েলীদের প্রদত্ত বলির এই অংশ হারোণ ও তার বংশধরদের প্রাপ্য হবে। ইসরায়েলীরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে যে স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করবে তার এক অংশ বিশেষ নৈবেদ্যরূপে নিবেদন করা হবে। এই অংশটুকু যাজকদের জন্য পৃথক করে রাখতে হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 তাহাতে ইস্রায়েল-সন্তানগণ হইতে তাহা হারোণের ও তাহার সন্তানগণের চিরস্থায়ী অধিকার হইবে, কেননা তাহাই উত্তোলনীয় উপহার; ইস্রায়েল-সন্তানগণের এই উত্তোলনীয় উপহার তাহাদের মঙ্গলার্থক বলি হইতে দেয়; ইহা সদাপ্রভুর উদ্দেশে তাহাদের উত্তোলনীয় উপহার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 এরপর থেকে সর্বদা ইস্রায়েলের জনগণ প্রভুকে যাজকের মাধ্যমে ঐ বিশেষ অঙ্গ দুটি উৎসর্গ করবে। তারা যখন যাজককে ঐ অঙ্গ দুটি দেবে তা হবে প্রভুকে দেওয়ারই সমান। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী28 মাংসের এই অংশ ইস্রায়েলীয়দের থেকে দেওয়া হয়েছে, তা হারোণ ও তার বংশের জন্য চিরকাল অধিকারী হয়ে থাকবে। কারণ এটাই হলো ব্যবস্থার দ্বারা সহভাগীতার উপহার; এটাই সদাপ্রভুর উদ্দেশ্যে যাজকদের জন্য ইস্রায়েলীয়দের থেকে উপহার। অধ্যায় দেখুন |