যাত্রাপুস্তক 28:9 - কিতাবুল মোকাদ্দস9 পরে তুমি দু’টি গোমেদ মণি নিয়ে তার উপরে ইসরাইলের পুত্রদের নাম খোদাই করবে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ9 “তুমি দুটি স্ফটিকমণি নাও এবং সেগুলির উপর ইস্রায়েলের ছেলেদের নাম খোদাই করে দাও। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 দুটি গোমেদ মণি নিয়ে তুমি তার উপরে ইসরায়েলের পুত্রদের নাম খোদাই করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 পরে তুমি দুই গোমেদক মণি লইয়া তাহার উপরে ইস্রায়েলের পুত্রদের নাম খুদিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 “দুটো গোমেদমনি নাও এবং তার ওপর ইস্রায়েলের পুত্রদের নাম খোদাই কর। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 পরে তুমি দুই গোমেদক মণি নিয়ে তার উপরে ইস্রায়েলীয়দের নাম খোদাই করবে। অধ্যায় দেখুন |
আর আমার যতটা ক্ষমতা আছে, সেই অনুসারে আমি আমার আল্লাহ্র গৃহের জন্য সোনার জিনিসের জন্য সোনা, রূপার জিনিসের জন্য রূপা, ব্রোঞ্জের জিনিসের জন্য ব্রোঞ্জ, লোহার জিনিসের জন্য লোহা ও কাঠের জিনিসের জন্য কাঠ এবং গোমেদক মণি, খচনার্থক মণি, উজ্জ্বল পাথর ও নানা রংয়ের পাথর এবং সমস্ত রকম বহুমূল্য পাথর ও মার্বেল পাথর প্রচুররূপে সংগ্রহ করেছি।