যাত্রাপুস্তক 28:33 - কিতাবুল মোকাদ্দস33 আর তুমি তার আঁচলায় চারদিকে নীল, বেগুনে ও লাল ডালিম করবে এবং চারদিকে তার মধ্যে মধ্যে সোনার ঘণ্টা থাকবে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ33 সেই আলখাল্লার আঁচলের চারপাশে নীল, বেগুনি ও টকটকে লাল রংয়ের সুতো দিয়ে ডালিম তৈরি করে, সেগুলির মাঝে মাঝে সোনার ঘণ্টা ঝুলিয়ে দিয়ো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)33 বহির্বাসের চারিধারে নীল, বেগুনী, ও লাল সুতোয় তৈরী ডালিম এবং সেগুলির মাঝে সোনার ঘন্টি বসানো হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)33 আর তুমি তাহার আঁচলায় চারিদিকে নীল, বেগুনে ও লাল দাড়িম করিবে, এবং চারিদিকে তাহার মধ্যে মধ্যে স্বর্ণের কিঙ্কিণী থাকিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল33 লাল, নীল, বেগুনী সুতো দিয়ে ডালিমের মতো সুতোর গোলা তৈরী কর এবং আলখাল্লার নীচে ঝুলিয়ে দেবে আর সুতোর বলের মাঝখানে সোনার ছোট ছোট ঘন্টা লাগাবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী33 আর তুমি তার আঁচলের চারধারে নীল, বেগুনে ও লাল ডালিম করবে এবং তার চারদিকে মধ্যে মধ্যে সোনার ঘন্টা থাকবে। অধ্যায় দেখুন |