Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 28:31 - কিতাবুল মোকাদ্দস

31 আর তুমি এফোদের সমস্ত পরিচ্ছদ নীল রংয়ের তৈরি করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

31 “এফোদের আলখাল্লাটি আগাগোড়াই নীল কাপড় দিয়ে তৈরি করে,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

31 এফোদের উপরে পরার বহির্বাসটি তুমি নীল রঙের একখণ্ড কাপড় দিয়ে তৈরী করবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

31 আর তুমি এফোদের সমুদয় পরিচ্ছদ নীলবর্ণ করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

31 “এফোদের জন্য একটি সম্পূর্ণরূপে নীল রঙের আলখাল্লা তৈরী করবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

31 আর তুমি এফোদের সব পরিচ্ছদ নীল রঙের করবে।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 28:31
7 ক্রস রেফারেন্স  

আর হারুনকে ইমামের পোশাক পরালেন, কোমরবন্ধনী পরালেন, তাঁর শরীরে পরিচ্ছদ ও তাঁর উপরে এফোদ দিলেন এবং এফোদের বুনানি করা পটুকাতে শরীর বেষ্টন করে তার সঙ্গে এফোদখানি আট্‌কে দিলেন।


তাতে বুকপাটা যেন এফোদের বুনানি করা পটুকার উপরে থাকে, এফোদ থেকে খসে না পড়ে, এজন্য তারা কড়াতে নীল রংয়ের সুতা দিয়ে এফোদের কড়ার সঙ্গে বুকপাটা আট্‌কে রাখবে।


এসব পোশাক তারা প্রস্তুত করবে— বুকপাটা, এফোদ, পরিচ্ছদ, চিত্রিত কোর্তা, পাগড়ী ও কোমরবন্ধনী; তারা আমার ইমামের কাজ করার জন্য তোমার ভাই হারুনের ও তার পুত্রদের জন্য পবিত্র পোশাক প্রস্তুত করবে।


তার মাঝখানে মাথা প্রবেশ করাবার জন্য একটি বড় ছিদ্র থাকবে; বর্মের গলার মত সেই ছিদ্রের চারদিকে তন্তুবায়ের কৃত ধারি থাকবে, তাতে তা ছিঁড়বে না।


আর সেসব পোশাক নিয়ে হারুনকে ইমামের পোশাক, এফোদের পরিচ্ছদ, এফোদ ও বুকপাটা পরাবে এবং এফোদের বুনানি করা পটুকা তাতে আবদ্ধ করবে।


আর তাঁর মা প্রতি বছর এক একখানি ছোট পোশাক প্রস্তুত করে স্বামীর সঙ্গে বার্ষিক কোরবানী করার জন্য আসার সময়ে তা এনে তাঁকে দিতেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন