Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 26:36 - কিতাবুল মোকাদ্দস

36 আর তাঁবুর দরজা জন্য নীল, বেগুনে, লাল ও পাকানো সাদা মসীনা সুতা দ্বারা শিল্পীদের করা একটি পর্দা প্রস্তুত করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

36 “তাঁবুর প্রবেশদ্বারের জন্য নীল, বেগুনি, টকটকে লাল রংয়ের সুতো এবং মিহি পাকান মসিনা দিয়ে একটি পর্দা তৈরি কোরো—যা হবে একজন সূচিশিল্পীর হস্তকলা।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

36 শিবিরের প্রবেশ পথের জন্য তুমি নীল, বেগুনী ও লাল রং-এর সূক্ষ্ম সুতোয় বোনা নকশা কাটা একটা পর্দা তৈরী করবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

36 আর তাম্বুর দ্বারের নিমিত্তে নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সূত্রনির্ম্মিত শিল্পকারের কৃত এক পর্দ্দা প্রস্তুত করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

36 “এবারে একটি পর্দা দিয়ে পবিত্র তাঁবুর প্রবেশ পথ ঢেকে দেবে। পর্দাটি বানাবে লাল, নীল, বেগুনী সুতো ও মসৃণ শনের কাপড় দিয়ে। এবং তাতে চিত্র ফুটিয়ে তুলবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

36 আর সমাগম তাঁবুর ফটকের জন্য নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সুতো তৈরী শিল্পীদের করা একটি পর্দা তৈরী করবে।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 26:36
19 ক্রস রেফারেন্স  

পরে তিনি তাঁবুর দরজার জন্য নীল, বেগুনে, লাল ও পাকানো সাদা মসীনা সুতা দিয়ে সূচি-কর্মবিশিষ্ট একটি পর্দা তৈরি করলেন।


ঈসা তাকে বললেন, আমিই পথ ও সত্য ও জীবন; আমার মধ্য দিয়ে না আসলে কেউ পিতার কাছে আসতে পারে না।


আমিই দ্বার, আমার মধ্য দিয়ে যদি কেউ প্রবেশ করে, সে নাজাত পাবে এবং ভিতরে আসবে ও বাইরে যাবে ও চরানি পাবে।


তিনি শীলোস্থিত আবাস ত্যাগ করলেন, সেই তাঁবু, যা তিনি মানুষের মধ্যে স্থাপন করেছিলেন।


বনি-ইসরাইলদের মিসর থেকে বের করে আনবার দিন থেকে আজ পর্যন্ত আমি তো কোন বাড়িতে বাস করি নি, কেবল তাঁবুতে ও আবাসে থেকে যাতায়াত করছি।


আর যেদিন শরীয়ত-তাঁবু স্থাপিত হল, সেদিন মেঘ এসে শরীয়ত-তাঁবু অর্থাৎ সাক্ষ্য-তাঁবু আচ্ছাদন করলো এবং সন্ধ্যাবেলা সেটি শরীয়ত-তাঁবুর উপরে আগুনের আকার হয়ে রইলো এবং তা সকাল পর্যন্ত থাকলো।


জমায়েত-তাঁবুর এ সব গের্শোনের সন্তানদের দায়িত্বের মধ্যে রইল— শরীয়ত-তাঁবু, তাঁবু, তাঁবুর আবরণ,


পরে তারা মূসার কাছে ঐ শরীয়ত-তাঁবু আনলো, তাঁবু, তার সঙ্গেকার সমস্ত জিনিস এবং ঘুণ্টী, তক্তা, অর্গল, স্তম্ভ ও চুঙ্গি,


শরীয়ত-তাঁবু, শরীয়ত-তাঁবুর তাঁবু, ছাদ, ঘুণ্টী, তক্তা, অর্গল, স্তম্ভ ও চুঙ্গি,


আর তুমি নীল, বেগুনে ও লাল এবং পাকানো সাদা মসীনা সুতা দিয়ে একটি পর্দা প্রস্তুত করবে; তা শিল্পীদের কাজ হবে, তাতে কারুবীদের আকৃতি থাকবে।


আর প্রাঙ্গণের দরজার জন্য নীল, বেগুনে, লাল ও পাকানো সাদা মসীনা সুতা দিয়ে তৈরি শিল্পীদের করা বিশ হাত একটি পর্দা ও তার চারটি স্তম্ভ ও চারটি চুঙ্গি হবে।


আর তুমি চিত্রিত সাদা মসীনা সুতা দিয়ে অঙ্গ রক্ষিণী প্রস্তুত করবে ও সাদা মসীনা সুতা দিয়ে পাগড়ী প্রস্তুত করবে এবং কোমর-বন্ধটি সূচী দ্বারা শিল্পকর্ম করবে।


আর প্রাঙ্গণের দরজার পর্দা নীল বেগুনে, লাল ও পাকানো সাদা মসীনা সুতার সূচিকর্মে তৈরি এবং তার লম্বা বিশ হাত, আর প্রাঙ্গণের পর্দার মতই উচ্চতা চওড়া অনুসারে পাঁচ হাত।


আর পাকানো সাদা মসীনা সুতা দিয়ে এবং নীল, বেগুনে ও লাল সুতা দিয়ে সূচিকর্ম দ্বারা একটি কোমরবন্ধনী প্রস্তুত করলেন; যেমন মাবুদ মূসাকে হুকুম দিয়েছিলেন।


আর আমি তোমাকে বিচিত্র পোশাক পরালাম, শুশুকের চামড়ার জুতা পরালাম এবং তোমাকে মসীনা কাপড়ে জড়ালাম ও রেশমের কাপড় দিয়ে ঢেকে দিলাম।


শিল্পীদের কাজে বিচার করার বুকপাটা তৈরি করবে; এফোদের কাজ অনুসারে করবে; সোনা এবং নীল, বেগুনে, লাল ও পাকানো সাদা মসীনা সুতার দ্বারা তা প্রস্তুত করবে।


এবং ধূপের কোরবানগাহ্‌ ও তার বহন-দণ্ড এবং অভিষেকের জন্য তেল ও সুগন্ধি ধূপ, শরীয়ত-তাঁবুর প্রবেশ-দ্বারের পর্দা,


আর সোনার ধূপগাহ্‌ সাক্ষ্য-সিন্দুকের সম্মুখে রাখবে এবং শরীয়ত-তাঁবুর দরজার পর্দা টাঙ্গাবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন