যাত্রাপুস্তক 25:13 - কিতাবুল মোকাদ্দস13 আর তুমি শিটীম কাঠের দু’টি বহন-দণ্ড করে সোনা দিয়ে মুড়ে দেবে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ13 পরে বাবলা কাঠের খুঁটিগুলি তৈরি কোরো এবং সেগুলি সোনা দিয়ে মুড়ে দিয়ো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 শিটিম কাঠের দুটি দণ্ড তৈরী করে তুমি সেগুলি সোনা দিয়ে মুড়ে দেবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 আর তুমি শিটীম কাষ্ঠের দুইটী বহন-দণ্ড করিয়া স্বর্ণে মুড়িবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 এরপর সিন্দুকটিকে বহন করার জন্য দুটো বাবলা কাঠের দণ্ড বানাবে। এই দণ্ডটিও সোনা দিয়ে মোড়া থাকবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 আর তুমি শিটীম কাঠের দুটি বহন দণ্ড করে সোনা দিয়ে মুড়বে। অধ্যায় দেখুন |