যাত্রাপুস্তক 19:16 - কিতাবুল মোকাদ্দস16 পরে তৃতীয় দিন প্রভাত হলে মেঘ-গর্জন ও বিদ্যুৎ এবং পর্বতের উপরে নিবিড় মেঘ হল, আর অতিশয় উচ্চরবে তূরীধ্বনি হতে লাগল; তাতে শিবিরস্থ সমস্ত লোক কাঁপতে লাগল। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ16 তৃতীয় দিন সকালবেলায় বজ্রপাত হল ও বিদ্যুৎ চমকাল, একইসাথে ঘন মেঘে পর্বত ঢেকে গেল ও খুব জোরে শিঙার শব্দ শোনা গেল। শিবিরের মধ্যে প্রত্যেকে কেঁপে উঠল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 তৃতীয় দিন সকাল থেকে বজ্রগর্জন ও বিদ্যুৎ স্ফুরণ হতে লাগল। পাহাড়ের উপর নেমে এল ঘন মেঘের পুঞ্জ, তূর্যনাদ হতে লাগল ঘোররবে। শিবিরের মধ্যে ইসরায়েলীরা মহাভয়ে হল সন্ত্রস্ত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 পরে তৃতীয় দিন প্রভাত হইলে মেঘগর্জ্জন ও বিদ্যুৎ এবং পর্ব্বতের উপরে নিবিড় মেঘ হইল, আর অতিশয় উচ্চরবে তূরীধ্বনি হইতে লাগিল; তাহাতে শিবিরস্থ সমস্ত লোক কাঁপিতে লাগিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 তৃতীয় দিন সকালে, পর্বতের চূড়া থেকে ঘন মেঘ নীচে নেমে এল। মেঘ গর্জন ও বিদ্যুৎ রেখায় উচ্চস্বরে শিঙা বেজে উঠল। শিবিরের প্রত্যেকে ভয় পেয়ে গেল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 পরে তৃতীয় দিনের সকাল হলে মেঘগর্জন ও বিদ্যুৎ এবং পর্বতের উপরে ঘন মেঘ জমলো, আর খুব জোরে তূরীধ্বনি হতে লাগল; তাতে শিবিরের সমস্ত লোক কাঁপতে লাগল। অধ্যায় দেখুন |