Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 18:17 - কিতাবুল মোকাদ্দস

17 তখন মূসার শ্বশুর বললেন, তোমার এই কাজ ভাল নয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

17 মোশির শ্বশুরমশাই তাঁকে উত্তর দিলেন, “তুমি যা করছ তা ঠিক নয়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

17 মোশির শ্বশুর মোশিকে বললেন, তুমি যে ভাবে কাজ করছ তা ঠিক নয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 তখন মোশির শ্বশুর কহিলেন, তোমার এই কর্ম্ম ভাল নয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 কিন্তু মোশির শ্বশুর তাকে বলল, “এটা ঐ কাজের সঠিক উপায় নয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 তখন মোশির শ্বশুর তাঁকে বললেন, “তুমি যে কাজ করছ তা ভাল নয়।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 18:17
5 ক্রস রেফারেন্স  

তাদের কোন ঝগড়া হলে তা আমার কাছে উপস্থিত হয়, আর আমি বাদী ও বিবাদীর বিচার করি এবং আল্লাহ্‌র বিধি ও সমস্ত শরীয়ত তাদেরকে জানাই।


এতে তুমি এবং তোমার সঙ্গী এই লোকেরাও ক্লান্ত হয়ে পড়বে, কেননা এই কাজ তোমার শক্তি থেকে ভারী; এই কাজ একাকী সম্পন্ন করা তোমার অসাধ্য।


অতএব এখন সেই ব্যক্তির স্ত্রীকে তার কাছে ফিরিয়ে দেও, কেননা সে একজন নবী; আর সে তোমার জন্য মুনাজাত করবে, তাতে তুমি বাঁচবে; কিন্তু যদি তাকে ফিরিয়ে না দেও, তবে জেনো, তুমি ও তোমার সকলে নিশ্চয়ই মরবে।


সুগন্ধি তেল ও ধূপ চিত্তকে আমোদিত করে, বন্ধুর আন্তরিক পরামর্শজনিত মিষ্টতাও তদ্রূপ।


তখন সেই বারো জন প্রেরিত সমস্ত উম্মতদের কাছে ডেকে বললেন, আমরা যে আল্লাহ্‌র কালাম ত্যাগ করে ভোজনের পরিচর্যা করি, এটা উপযুক্ত নয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন