যাত্রাপুস্তক 17:15 - কিতাবুল মোকাদ্দস15 পরে মূসা একটি কোরবানগাহ্ তৈরি করে তার নাম ইয়াহ্-ওয়েহ্-নিঃষি (মাবুদ আমার নিশান) রাখলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ15 মোশি একটি যজ্ঞবেদি নির্মাণ করলেন ও সেটির নাম রাখলেন “সদাপ্রভু আমার নিশান।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 মোশি সেখানে একটি বেদী প্রতিষ্ঠা করে তার নাম রাখেলন যিহোবা-নিস্সি (প্রভু পরমেশ্বরই আমার পতাকা)। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 পরে মোশি এক বেদি নির্ম্মাণ করিয়া তাহার নাম যিহোবা-নিঃষি [সদাপ্রভু আমার পতাকা] রাখিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 এরপর মোশি একটি বেদী তৈরী করল। সেই বেদীর নাম হল “প্রভুই আমার পতাকা।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 পরে মোশি এক বেদি তৈরী করে তাঁর নাম যিহোবা-নিঃষি [সদাপ্রভু আমার পতাকা] রাখলেন। অধ্যায় দেখুন |