Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মীখা 7:5 - কিতাবুল মোকাদ্দস

5 তোমরা বন্ধুর উপর বিশ্বাস করো না; আত্মীয়ের উপরও বিশ্বাস স্থাপন করো না; তোমার বক্ষঃস্থলে শয়নকারিণী স্ত্রীর কাছেও কথা বলতে সতর্ক হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

5 তোমাদের প্রতিবেশীদের বিশ্বাস করো না; তোমাদের মিত্রদের উপরও নির্ভর করো না। যে স্ত্রী তোমার বুকের মধ্যে শুয়ে থাকে তার কাছে সাবধানতার সঙ্গে কথা বোলো।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

5 তোমরা কারও উপর আস্থা রেখো না, ভরসা করো না, বন্ধুবান্ধবের উপর, তোমাদের প্রিয়তম পত্নীর কাছেও মুখ বন্ধ করে রেখো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 তোমরা সখাতে প্রত্যয় করিও না; আত্মীয়েতেও বিশ্বাস করিও না; তোমার বক্ষঃস্থলে শয়নকারিণী স্ত্রীর কাছেও আপন মুখের দ্বার রক্ষা কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 তোমাদের প্রতিবেশীকে বিশ্বাস করো না! বন্ধুকে বিশ্বাস করো না! এমনকি তোমাদের স্ত্রীদের সঙ্গেও খোলাখুলিভাবে কথা বলো না!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 কোন প্রতিবেশীকে বিশ্বাস কর না; কোন বন্ধুর উপর ভরসা কর না। তুমি কি বলছ সে বিষয়ে সাবধান হও, এমনকি সেই স্ত্রী যে তোমার হাতের ওপর শুয়ে থাকে।

অধ্যায় দেখুন কপি




মীখা 7:5
11 ক্রস রেফারেন্স  

তোমরা প্রত্যেকে নিজ নিজ বন্ধু থেকে সাবধান থাক, কোন ভাইকেও বিশ্বাস করো না, কেননা প্রত্যেক ভাই নিতান্তই প্রতারণা করে, প্রত্যেক বন্ধু কুৎসা রটনা করে বেড়ায়।


দেখ, নেকড়ে বাঘের মধ্যে যেমন ভেড়া, তেমনি আমি তোমাদেরকে প্রেরণ করছি; অতএব তোমরা সাপের মত সতর্ক ও কবুতরের মত অমায়িক হও।


আমার যে বন্ধু আমার বিশ্বাসের পাত্র ছিল, সে আমার রুটি খেত, সে আমার বিরুদ্ধে পাদমূল উঠিয়েছে।


হে মাবুদ, আমার মুখে প্রহরী নিযুক্ত কর, আমার ওষ্ঠাধরের দরজা রক্ষা কর।


সে রাতের বেলা ভীষণ কান্নাকাটি করে; তার গণ্ডে অশ্রু পড়ছে; তার সমস্ত প্রেমিকের মধ্যে এমন এক জনও নেই যে, তাকে সান্ত্বনা দেবে; তার বন্ধুরা সকলে তাকে প্রবঞ্চনা করেছে, তারা তার দুশমন হয়ে উঠেছে।


তাঁর স্ত্রী উৎসব-সপ্তাহের শেষ পর্যন্ত তাঁর কাছে কান্নাকাটি করলো; পরে তিনি সপ্তম দিনে তাকে বলে দিলেন; কেননা সে তাঁকে পীড়াপীড়ি করেছিল। পরে ঐ স্ত্রী স্বজাতির লোকদেরকে ধাঁধার অর্থ বলে দিল।


আমি এমন ব্যক্তির মত, যে শুনতে পায় না, যার মুখে প্রতিবাদ উচ্চারিত হয় না।


তারা জিহ্বারূপ ধনুকে মিথ্যারূপ তীর ধনুকে লাগায়; এবং দেশে বিশ্বস্ততার পক্ষে তাদের বিক্রম প্রকাশ হয় নি; বরং তারা একটা নাফরমানী থেকে অন্য নাফরমানীর প্রতি অগ্রসর হয় এবং তারা আমাকে জানে না, মাবুদ এই কথা বলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন