মীখা 7:17 - কিতাবুল মোকাদ্দস17 তারা সাপের মত ধুলা চাটবে, তারা কাঁপতে কাঁপতে ভূমিস্থ কীটের মত নিজ নিজ গোপন স্থান থেকে বের হয়ে আসবে; তারা সভয়ে আমাদের আল্লাহ্ মাবুদের কাছে আসবে ও তোমাকে ভয় করবে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ17 তারা সাপের মতো ধুলো চাটবে, সেই প্রাণীদের মতো যারা সরীসৃপ। তারা ভয়ে কাঁপতে কাঁপতে তাদের গর্ত থেকে বেরিয়ে আসবে; তারা ভয়ে আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরে আসবে, এবং তোমাকে ভয় করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 তারা সাপের মত ধূলি লেহন করবে, সরীসৃপের মত তারা কাঁপতে কাঁপতে বেরিয়ে আসবে নিজেদের আশ্রয় থেকে। তারা সন্ত্রস্ত হয়ে আমাদের ঈশ্বর প্রভুর কাছে আসবে এবং সম্ভ্রম জানাবে তাঁকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 তাহারা সর্পের ন্যায় ধূলা চাটিবে, তাহারা কাঁপিতে কাঁপিতে ভূমিস্থ কিঞ্চুলুকার ন্যায় আপন আপন গোপনীয় স্থান হইতে বাহির হইয়া আসিবে; তাহারা সভয়ে আমাদের ঈশ্বর সদাপ্রভুর নিকটে আসিবে ও তোমা হইতে ভীত হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 সাপের মতো তারা ধূলোতে বুকে ভর দিয়ে যাবে। তারা ভয়ে কাঁপবে। তারা কীট পতঙ্গদের মতো তাদের গর্ত থেকে মাঠে বেরিয়ে আসবে এবং আমাদের প্রভু ঈশ্বরের কাছে এসে তারা তোমাদের ভয় ও সম্মান করবে! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 তারা সাপের মত ধূলো চাটবে, সেই প্রাণীদের মত যারা মাটিতে বুকে হেঁটে চলে। তারা তাদের গুহা থাকে বেরিয়ে আসবে ভয়ের সঙ্গে; তারা তোমার কাছে ভয়ের সঙ্গে আসবে, সদাপ্রভু আমাদের ঈশ্বর এবং তোমার জন্য তারা ভয় পাবে। অধ্যায় দেখুন |