Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মীখা 5:4 - কিতাবুল মোকাদ্দস

4 আর তিনি দাঁড়াবেন এবং মাবুদের শক্তিতে, তাঁর আল্লাহ্‌ মাবুদের নামের শক্তিতে, তাঁর আল্লাহ্‌ মাবুদের নামের মহিমাতে, তাঁর পাল চরাবেন; তাই তারা বাস করবে, কেননা সেকালে তিনি দুনিয়ার প্রান্ত পর্যন্ত মহান হবেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

4 তিনি দাঁড়িয়ে সদাপ্রভুর শক্তিতে তাঁর ঈশ্বর সদাপ্রভুর নামের মহিমাতে, রাখালের মতো তাঁর লোকদের চালাবেন। এবং তারা নিরাপদে বাস করবে, কারণ তখন তাঁর মহত্ত্ব পৃথিবীর শেষ সীমা পর্যন্ত পৌঁছাবে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

4 তখন তিনি প্রতিষ্টিত হবেন, প্রভু পরমেশ্বরের পরাক্রমে এবং তাঁর ঈশ্বর প্রভুর নামের মহিমায় ভূষিত হয়ে তাঁর প্রজাদের করবেন প্রতিপালন। তারা তখন নিরাপদে বাস করবে, কেননা তাঁর মহিমা পরিব্যাপ্ত হবে পৃথিবীর সর্বপ্রান্তে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 আর তিনি দাঁড়াইবেন, এবং সদাপ্রভুর শক্তিতে, আপন ঈশ্বর সদাপ্রভুর নামের মহিমাতে, [আপন পাল] চরাইবেন; তাই তাহারা বাস করিবে, কেননা তৎকালে তিনি পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত মহান্‌ হইবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 তারপর ইস্রায়েলের শাসক প্রভুর শক্তির ওপর এবং প্রভু, তার ঈশ্বরের চমৎ‌‌কার নামের ওপর নির্ভর করবে ও তার মেষের পালকে খাওয়াবে। সেখানে শান্তি থাকবে। কারণ সেই সময়ে তাঁর মহিমা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 সে দাঁড়াবে এবং সদাপ্রভুর শক্তিতে তাঁর মেষপাল চরাবে, তাঁর ঈশ্বর সদাপ্রভুর নামের মহিমায় চরাবে। তারা সেখানে থাকবে, কারণ তারপর তিনি পৃথিবীর শেষ সীমা পর্যন্ত মহান হবেন।

অধ্যায় দেখুন কপি




মীখা 5:4
37 ক্রস রেফারেন্স  

তুমি তোমার পাঁচনী নিয়ে তোমার লোকদেরকে, স্বতন্ত্র বাসকারী তোমার অধিকারস্বরূপ পালকে, কর্মিলের মধ্যস্থিত অরণ্যে চরাও; আগেকার দিনে যেমন চরতো, তেমনি তারা বাশনে ও গিলিয়দে চরে বেড়াক।


তিনি মহান হবেন, আর তাঁকে ইবনুল্লাহ্‌ বলা হবে; আর প্রভু আল্লাহ্‌ তাঁর পিতা দাউদের সিংহাসন তাঁকে দেবেন;


পরে সপ্তম ফেরেশতা তূরী বাজালেন, তখন বেহেশতে জোরে জোরে এরকম বাণী হল, ‘দুনিয়ার রাজ্য আমাদের প্রভুর ও তাঁর মসীহের হল এবং তিনি যুগপর্যায়ের যুগে যুগে রাজত্ব করবেন।’


এবং আল্লাহ্‌র শক্তিতে তোমাদেরকেও নাজাতের জন্য ঈমান দ্বারা রক্ষা করা হচ্ছে, যে নাজাত শেষকালে প্রকাশিত হবার জন্য প্রস্তুত আছে।


এহুদা, ঈসা মসীহের গোলাম এবং ইয়াকুবের ভাই— যারা আহ্বান পেয়েছে তাদের সমীপে, যাদেরকে পিতা আল্লাহ্‌ মহব্বত করেন এবং যাদেরকে ঈসা মসীহের জন্য রক্ষা করা হয়েছে।


ধন্য আমাদের ঈসা মসীহের আল্লাহ্‌ ও পিতা, যিনি আমাদের সমস্ত রূহানিক দোয়ায় বেহেশতী স্থানে মসীহে দোয়া করেছেন;


ঈসা তাঁকে বললেন, আমাকে স্পর্শ করো না, কেননা এখনও আমি ঊর্ধ্বে পিতার কাছে যাই নি; কিন্তু তুমি আমার ভাইদের কাছে গিয়ে তাদেরকে বল, যিনি আমার পিতা ও তোমাদের পিতা এবং আমার আল্লাহ্‌ ও তোমাদের আল্লাহ্‌, তাঁর কাছে আমি ঊর্ধ্বে যাচ্ছি।


কিন্তু যদি করি, আমাকে বিশ্বাস না করলেও, সেই কাজে বিশ্বাস কর; যেন তোমরা জানতে পার ও বুঝতে পার যে, পিতা আমার মধ্যে আছেন এবং আমি পিতার মধ্যে আছি।


আর যখন ইবনুল-ইনসান সমস্ত ফেরেশতা সঙ্গে করে আপন প্রতাপে আসবেন, তখন তিনি নিজের মহিমার সিংহাসনে বসবেন।


আর আমিও তোমাকে বলছি, তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আমার মণ্ডলী গাঁথবো, আর পাতালের ফটকগুলো তার বিপক্ষে প্রবল হবে না।


“আর তুমি, হে এহুদা দেশের বেথেলহেম, তুমি এহুদার শাসনকর্তাদের মধ্যে কোন মতে ক্ষুদ্রতম নও, কারণ তোমা থেকে সেই শাসনকর্তা উৎপন্ন হবেন, যিনি আমার লোক ইসরাইলকে পালন করবেন।”


আর আমি আফরাহীম থেকে রথ ও জেরুশালেম থেকে ঘোড়া মুছে ফেলব, আর যুদ্ধ-ধনু উচ্ছিন্ন হবে; এবং তিনি জাতিদের কাছে শান্তির কথা বলবেন; আর তাঁর কর্তৃত্ব এক সমুদ্র থেকে অপর সমুদ্র পর্যন্ত ও নদী থেকে দুনিয়ার প্রান্ত পর্যন্ত ব্যাপ্ত হবে।


দেখ, আমার গোলাম কৃতকার্য হবেন; তিনি উচ্চ ও উন্নত ও মহামহিম হবেন।


আর এখন মাবুদ বলেন, যিনি আমাকে গর্ভ থেকে নির্মাণ করেছেন, যেন আমি তাঁর গোলাম হয়ে ইয়াকুবকে তাঁর কাছে ফিরিয়ে আনি, যেন ইসরাইল তাঁর কাছে সংগৃহীত হয়, বাস্তবিক, মাবুদের দৃষ্টিতে আমি সম্মানিত, আমার আল্লাহ্‌ আমার বল হয়েছেন;


যেন মানুষকে জানাতে পারে তাঁর পরাক্রমের সমস্ত কাজ, এবং তাঁর রাজ্যের প্রতাপের গৌরব।


তিনি ইসরাইল-কুলের পক্ষে তাঁর অটল মহব্বত ও বিশ্বস্ততা স্মরণ করেছেন; দুনিয়ার সমস্ত প্রান্ত আমাদের আল্লাহ্‌র বিজয় দেখেছে।


মাবুদ রাজত্ব করেন; তিনি মহিমাতে সজ্জিত; মাবুদ সজ্জিত, তিনি পরাক্রমে বদ্ধকটি; আর দুনিয়াও অটল, তা বিচলিত হবে না।


তাঁর গৌরবান্বিত নাম অনন্তকাল ধরে ধন্য হোন; তাঁর গৌরবে সমস্ত দুনিয়া পরিপূর্ণ হোক। আমিন, আমিন।


তিনি এক সমুদ্র থেকে অপর সমুদ্র পর্যন্ত, ঐ নদী থেকে দুনিয়ার প্রান্ত পর্যন্ত কর্তৃত্ব করবেন।


দুনিয়ার প্রান্তস্থিত সকলে স্মরণ করে মাবুদের প্রতি ফিরবে; জাতিদের সমস্ত গোষ্ঠী তোমার সম্মুখে সেজ্‌দা করবে।


তাঁর কথা মেনে চলবে এবং তাতে মনোযোগ দেবে, তাঁর অসন্তোষ জন্মাবে না; কেননা তিনি তোমাদের অধর্ম মাফ করবেন না; কারণ তাঁর অন্তরে আমার নাম রয়েছে।


মাবুদ সর্বজাতির দৃষ্টিতে তাঁর পবিত্র বাহু অনাবৃত করেছেন; আর দুনিয়ার সমুদয় প্রান্ত আমাদের আল্লাহ্‌র উদ্ধার দেখবে।


হে দুনিয়ার শেষ সীমাগুলো, আমার প্রতি দৃষ্টি করে উদ্ধার লাভ কর, কেননা আমিই আল্লাহ্‌, আর কেউ নয়।


হে তলোয়ার, তুমি আমার পালকের, আমার স্বজাতীয় পুরুষের বিরুদ্ধে জাগ্রত হও, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন; পালককে আঘাত কর, তাতে পালের মেষেরা ছড়িয়ে পড়বে; আর আমি ক্ষুদ্রদের বিরুদ্ধেও আমার হাত উঠাব।


আর তোমাদের চোখ তা দেখবে এবং তোমরা বলবে, ইসরাইলের সীমানার বাইরেও মাবুদ মহীয়ান হোন।


এই কারণ দেখ, প্রভু ফোরাত নদীর প্রবল ও প্রচুর পানি, অর্থাৎ আসেরিয়ার বাদশাহ্‌ ও তার সমস্ত প্রতাপকে, তাদের উপরে আনবেন; সে ফেঁপে সমস্ত খাল পূর্ণ করবে ও সমস্ত তীরভূমির উপর দিয়ে যাবে;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন