মীখা 5:3 - কিতাবুল মোকাদ্দস3 এজন্য তিনি তাদেরকে ত্যাগ করবেন, যে পর্যন্ত প্রসবকারিণী প্রসব না করেন, সেই সময় পর্যন্ত। পরে তাঁর অবশিষ্ট ভাইয়েরা বনি-ইসরাইলদের কাছে ফিরে আসবে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ3 সুতরাং ইস্রায়েল পরিত্যক্ত হবে যতক্ষণ না প্রসবকারিণীর সন্তান হচ্ছে, এবং অবশিষ্ট ভাইয়েরা ফিরে আসে ইস্রায়েলীদের সঙ্গে যুক্ত হবার জন্য। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 এই কারণে প্রসববেদনাতুরা নারীর সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত তিনি ইসরায়েলকে তুলে দেবেন অন্যের হাতে। পরে তার অবশিষ্ট নির্বাসিত ভ্রাতৃবৃন্দফিরে আসবে ইসরায়েলীদের কাছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 এই জন্য তিনি তাহাদিগকে ত্যাগ করিবেন, যে পর্য্যন্ত প্রসবকারিণী প্রসব না করেন, সেই সময় পর্য্যন্ত। পরে তাঁহার অবশিষ্ট ভ্রাতৃগণ ইস্রায়েল-সন্তানদের সহিত ফিরিয়া আসিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 অতএব যতদিন না ঐ স্ত্রীলোকটি তার শিশু, প্রতিশ্রুত রাজাকে জন্ম দেয় ততদিন প্রভু তাঁর লোকদের ছেড়ে দেবেন। তাদের বাকি ভাইরা ইস্রায়েলের লোকেদের কাছে ফিরে আসবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 এই জন্য ঈশ্বর তাদের ছেড়ে দেবেন, সেই দিন পর্যন্ত যখন সে গর্ভবতী সন্তান প্রসব করবে এবং তার বাকি ভাইয়েরা ইস্রায়েলের লোকেদের কাছে ফিরে আসবে। অধ্যায় দেখুন |