মার্ক 9:30 - কিতাবুল মোকাদ্দস30 সেই স্থান থেকে প্রস্থান করে তাঁরা গালীলের মধ্য দিয়ে গমন করলেন, আর তিনি চাইলেন যেন কেউ তা জানতে পায়। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ30 তাঁরা সেই স্থান ত্যাগ করে গালীলের মধ্য দিয়ে যাত্রা করলেন। যীশু চাইলেন না, যে তাঁরা কোথায় আছেন, কেউ সেকথা জানুক। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)30 Se sthán haite prasthán kariyá táṇhárá Gálíler madhya diyá gaman karilen, kintu ihá keha jánite páre, eman icchá táṇhár chila ná. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 তাঁরা সেই স্থান ত্যাগ করে গালীল পেরিয়ে চলে গেলেন। তিনি চাননি যে কেউ সে কথা জানুক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 সে স্থান হইতে প্রস্থান করিয়া তাঁহারা গালীলের মধ্য দিয়া গমন করিলেন, আর তাঁহার ইচ্ছা ছিল না যে, কেহ তাহা জানিতে পায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল30 পরে সেই স্থান ছেড়ে তাঁরা গালীলের মধ্য দিয়ে চললেন; আর তিনি চাইলেন না যে তাঁরা কোথায় আছে সেকথা অন্য কেউ জানুক। অধ্যায় দেখুন |