মার্ক 9:2 - কিতাবুল মোকাদ্দস2 ছয় দিন পরে ঈসা কেবল পিতর, ইয়াকুব ও ইউহোন্নাকে সঙ্গে নিয়ে বিরলে একটি উঁচু পর্বতে গেলেন, আর তিনি তাঁদের সাক্ষাতে রূপান্তরিত হলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ2 ছয় দিন পরে যীশু কেবলমাত্র পিতর, যাকোব ও যোহনকে তাঁর সঙ্গে নিয়ে এক অতি উচ্চ পর্বতে গেলেন। সেখানে কেবলমাত্র তাঁরাই একান্তে ছিলেন। সেখানে তিনি তাঁদের সামনে রূপান্তরিত হলেন। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)2 nirjane ek ucca parbate gelen, pare táháder sáksháte rúpántar prápta hailen. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 এর ছয়দিন পরে যীশু পিতর, যাকোব ও যোহনকে সঙ্গে নিয়ে নিরালায় এক উঁচু পাহাড়ে গেলেন। তাঁদের সামনেই তাঁর রূপান্তর হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 ছয় দিন পরে যীশু কেবল পিতর, যাকোব ও যোহনকে সঙ্গে করিয়া বিরলে এক উচ্চ পর্ব্বতে লইয়া গেলেন, আর তিনি তাঁহাদের সাক্ষাতে রূপান্তরিত হইলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 ছদিন বাদে যীশু পিতর, যাকোব এবং যোহনকে সঙ্গে করে এক উঁচু পাহাড়ে উঠে গেলেন। তাঁদের সামনে তাঁর রূপ পরিবর্তিত হয়ে গেল। অধ্যায় দেখুন |