মার্ক 8:19 - কিতাবুল মোকাদ্দস19 আমি যখন পাঁচ হাজার লোকের মধ্যে পাঁচখানা রুটি ভেঙ্গে দিয়েছিলাম, তখন তোমরা গুঁড়াগাঁড়ায় ভরা কত ডালা তুলে নিয়েছিলে? তাঁরা বললেন, বারো ঝুড়ি। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ19 আমি যখন পাঁচ হাজার লোকের জন্য পাঁচটি রুটি ভেঙেছিলাম, তোমরা কত ঝুড়ি রুটির টুকরো তুলে নিয়েছিলে?” তাঁরা উত্তর দিলেন, “বারো ঝুড়ি।” অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)19 Ámi jakhan pánc sahasra janer madhye pánc khán ruṭí bhángiyá diyáchilam, takhan tomará bhagnáṇgshe púrna kata dálá uṭháiyá laiyáchilá? táhárá kahila, Bároṭá. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 যেদিন আমি পাঁচটা রুটি দিয়ে পাঁচ হাজার লোককে খাইয়েছিলাম সেদিন ক ঝুড়ি রুটির টুকরো তোমরা তুলেছিলে? তাঁরা বললেন, বারো ঝুড়ি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 আমি যখন পাঁচ হাজার লোকের মধ্যে পাঁচখানা রুটী ভাঙ্গিয়া দিয়াছিলাম, তখন তোমরা গুঁড়াগাঁড়ায় ভরা কত ডালা তুলিয়া লইয়াছিলে? তাঁহারা কহিলেন, বারো ডালা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 যখন আমি পাঁচ হাজার লোকের মধ্যে পাঁচটি রুটি টুকরো করে দিয়েছিলাম: তখন তোমরা কত টুকরি উদ্বৃত্ত রুটির টুকরো কুড়িয়ে নিয়েছিলে?” তাঁরা বললেন, “বারো টুকরি।” অধ্যায় দেখুন |