মার্ক 7:31 - কিতাবুল মোকাদ্দস31 পরে তিনি টায়ার অঞ্চল থেকে বের হলেন এবং সিডন হয়ে দিকাপলি অঞ্চলের মধ্যে দিয়ে গালীল-সাগরের কাছে আসলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ31 এরপর যীশু টায়ারের সন্নিহিত সেই অঞ্চল ত্যাগ করে সীদোনের মধ্য দিয়ে গালীল সাগরের কাছে গেলেন। যাওয়ার সময় তিনি ডেকাপলি হয়েই গেলেন। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)31 Punashca tini Sor o Sídoner símá haite bahirgata haiyá Dikápalir símár madhya diyá Gálílíya samudrer nikaṭ áilen. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 তারপর যীশু টায়ার থেকে ফিরে এলেন এবং সীদোন হয়ে ডেকাপলিস অঞ্চলের মধ্যে দিয়ে গালীল সাগরের কাছে গেলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 পরে তিনি সোর অঞ্চল হইতে বাহির হইলেন এবং সীদোন হইয়া দিকাপলি অঞ্চলের মধ্য দিয়া গালীল-সাগরের নিকটে আসিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 পরে তিনি সোর থেকে সীদোন হয়ে দিকাপলি অঞ্চলের ভেতর দিয়ে গালীল হ্রদের কাছে ফিরে এলেন। অধ্যায় দেখুন |