মার্ক 7:26 - কিতাবুল মোকাদ্দস26 স্ত্রীলোকটি গ্রীক, জাতিতে সুর-ফৈনীকী। সে তাঁর কাছে ফরিয়াদ করতে লাগল, যেন তিনি তার কন্যার বদ-রূহ্ ছাড়িয়ে দেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ26 সেই নারী ছিল জাতিতে গ্রিক, তার জন্ম সাইরো-ফিনিশিয়া অঞ্চলে। সে তার মেয়ের ভিতর থেকে ভূত বের করার জন্য যীশুর কাছে মিনতি করল। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)26 ebaṇg tini jena táhár kanyá haite bhútke cháṛán, eman binati karite lagila. Se strí Sura‐Phainíkí baṇgshodbhabá Grík lok chila. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 সেই নারী ছিল জাতিতে গ্রীক, সিরিয়া দেশে বসবাসকারী একজন ফিনিসীয়। সে যীশুর কাছে এসে অনুরোধ করল যেন তিনি তার মেয়েটিকে অপদেবতার হাত থেকে উদ্ধার করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 স্ত্রীলোকটী গ্রীক, জাতিতে সুর-ফৈনীকী। সে তাঁহাকে বিনতি করিতে লাগিল, যেন তিনি তাহার কন্যার ভূত ছাড়াইয়া দেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 স্ত্রীলোকটি ছিল জাতিতে গ্রীক, সুরফৈনীকী। সে মিনতি করে যীশুকে বলল যেন তিনি তার মেয়ের ভেতর থেকে ভূতকে তাড়িয়ে দেন। অধ্যায় দেখুন |