মার্ক 7:25 - কিতাবুল মোকাদ্দস25 কারণ তখনই এক জন স্ত্রীলোক, যার একটি মেয়ে ছিল, আর তাকে নাপাক রূহে পেয়েছিল, তাঁর বিষয় শুনতে পেয়ে এসে তাঁর পায়ে পড়লো। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ25 প্রকৃতপক্ষে একজন নারী, যেই তাঁর কথা শুনতে পেল, এসে তাঁর চরণে লুটিয়ে পড়ল। তার মেয়ে ছিল ছোটো অথচ অশুচি-আত্মাগ্রস্ত ছিল। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)25 Phalatah jáhár ashuci átmábishtá ekṭí báliká chila, eman ek strí abilambe táṇhár samácár páiyá táṇhár nikaṭe ásiyá carane paṛila, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 খবর পেয়ে একটি নারী এসে তাঁর চরণে লুটিয়ে পড়ল। তার মেয়ের উপর অশুচি আত্মা ভর করেছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 কারণ তখনই একটী স্ত্রীলোক, যাহার একটী মেয়ে ছিল, আর সেটীকে অশুচি আত্মায় পাইয়াছিল, তাঁহার বিষয় শুনিতে পাইয়া আসিয়া তাঁহার চরণে পড়িল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 যীশুর আসার কথা শুনে একটি স্ত্রীলোক, যার মেয়ের ওপর অশুচি আত্মা ভর করেছিল, সে সঙ্গে সঙ্গে এসে যীশুর পায়ে লুটিয়ে পড়ল। অধ্যায় দেখুন |