মার্ক 6:6 - কিতাবুল মোকাদ্দস6 আর তিনি তাদের ঈমান না আনার দরুন আশ্চর্য জ্ঞান করলেন। পরে তিনি চারদিকে গ্রামে গ্রামে ভ্রমণ করে উপদেশ দিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ6 তাদের বিশ্বাসের অভাব দেখে তিনি অবাক হয়ে গেলেন। তারপর যীশু গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে ঘুরে শিক্ষা দিতে লাগলেন। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)6 ebaṇg táháder abishvás prajukta áshcarjya jnán karilen. Pare tini caturdikstha sakal gráme bhraman kariyá upadesh dilen. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 তাদের এত অবিশ্বাস দেখে যীশু অবাক হয়ে গেলেন। যীশু গ্রামে গ্রামে ঘুরে শিক্ষা দিয়ে বেড়াতে লাগলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 আর তিনি তাহাদের অবিশ্বাস প্রযুক্ত আশ্চর্য্য জ্ঞান করিলেন। পরে তিনি চারিদিকে গ্রামে গ্রামে ভ্রমণ করিয়া উপদেশ দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 তারা যে তাঁর ওপর বিশ্বাস করল না, এতে তিনি আশ্চর্য হয়ে গেলেন। এর পরে তিনি চারদিকে গ্রামে গ্রামে ঘুরে শিক্ষা দিলেন। অধ্যায় দেখুন |