মার্ক 6:35 - কিতাবুল মোকাদ্দস35 পরে দিবা প্রায় অবসান হলে তাঁর সাহাবীরা কাছে এসে তাঁকে বললেন, এটি নির্জন স্থান এবং বেলাও প্রায় শেষ হয়ে গেছে; অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ35 এসময় দিনের প্রায় অবসান হয়ে এল। তাই শিষ্যেরা তাঁর কাছে এসে বললেন, “এ এক নির্জন এলাকা, আর ইতিমধ্যে অনেক দেরিও হয়ে গেছে। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)35 Pare dibábasán haile táṇhár shishyagan nikaṭ ásiyá táṇháke kahila, E nirjan sthán, ebaṇg dibas‐o abasán haila. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)35 সন্ধ্যা ঘনিয়ে এলে শিষ্যেরা যীশুর কাছে এসে বললেন, জায়গাটা খুব নির্জন আর বেলাও নেই একেবারে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)35 পরে দিবা প্রায় অবসান হইলে তাঁহার শিষ্যগণ নিকটে আসিয়া তাঁহাকে কহিলেন, এ নির্জ্জন স্থান, এবং দিবাও অবসান-প্রায়; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল35 সেই দিন বেলা প্রায় শেষ হয়ে এলে যীশুর শিষ্যরা এসে তাঁকে বললেন, “এটা নির্জন স্থান এবং সন্ধ্যাও ঘনিয়ে এল। অধ্যায় দেখুন |