মার্ক 6:19 - কিতাবুল মোকাদ্দস19 আর হেরোদিয়া তাঁর প্রতি ক্রুদ্ধ হয়ে তাঁকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু তা সম্ভব হয়ে উঠে নি, অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ19 সেই কারণে, হেরোদিয়া যোহনের বিরুদ্ধে অসন্তোষ পোষণ করছিল ও তাঁকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু তার পক্ষে তা করা সম্ভব ছিল না। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)19 Ár Herodiyá táhár bishaye byagrá haiyá táháke badh karite icchá karitechila, kintu párila ná; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 এইজন্য যোহনের উপর হেরোদিয়ার আক্রোশ ছিল। তিনি তাঁকে হত্যা করতে চেয়েছিলেন কিন্তু পারেননি অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 আর হেরোদিয়া তাঁহার প্রতি কুপিত হইয়া তাঁহাকে বধ করিতে চাহিতেছিল, কিন্তু পারিয়া উঠে নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 হেরোদিয়া রাগে যোহনকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু পারে নি। অধ্যায় দেখুন |