মার্ক 5:5 - কিতাবুল মোকাদ্দস5 আর সে দিনরাত সব সময় কবরে ও পর্বতে থেকে চিৎকার করতো এবং পাথর দিয়ে নিজেই নিজেকে আঘাত করতো। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ5 সে দিনরাত কবরস্থানে ও পাহাড়ে পাহাড়ে চিৎকার করে বেড়াত এবং পাথর দিয়ে নিজেকে ক্ষতবিক্ষত করত। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)5 Ár se dibárátri sarbadá kabare o parbate thákiyá cítkár shabda karita, ebaṇg prastar diyá ápani ápanáke káṭita. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 দিনরাত সে সমাধিক্ষেত্র ও পাহাড়ে পাহাড়ে চীৎকার করে বেড়াত আর পাথর দিয়ে নিজের দেহ ক্ষতবিক্ষত করত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 আর সে রাত দিন সর্ব্বদা কবরে ও পর্ব্বতে থাকিয়া চীৎকার করিত, এবং পাথর দিয়া আপনি আপনাকে কাটিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 সে রাত দিন সব সময় কবরখানা ও পাহাড়ি জায়গায় থাকত এবং চিৎকার করে লোকদের ভয় দেখাত এবং ধারালো পাথর দিয়ে নিজেকে ক্ষত-বিক্ষত করত। অধ্যায় দেখুন |