মার্ক 5:38 - কিতাবুল মোকাদ্দস38 পরে তাঁরা সমাজের নেতার বাড়িতে আসলেন, আর তিনি দেখলেন, কোলাহল হচ্ছে, লোকেরা ভীষণ কান্নাকাটি ও মাতম করছে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ38 তাঁরা সেই অধ্যক্ষের বাড়িতে এলে যীশু দেখলেন, সেখানে প্রচণ্ড হৈ হট্টগোল হচ্ছে, লোকেরা কাঁদছে ও তারস্বরে বিলাপ করছে। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)38 Pare sei samájádhyaksher báṭíte ásiyá koláhal ebaṇg rodan o mahá‐kalaraba‐karidigake dekhilen. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)38 সমাজভবনের অধ্যক্ষের বাড়িতে পৌঁছে তাঁরা দেখলেন সেখানে দারুণ গোলমাল হচ্ছে। লোকেরা কান্নাকাটি করছে আর চীৎকার করে বিলাপ করছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)38 পরে তাঁহারা সমাজের অধ্যক্ষের বাটীতে আসিলেন, আর তিনি দেখিলেন, কোলাহল হইতেছে, লোকেরা অতিশয় রোদন ও বিলাপ করিতেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল38 পরে তাঁরা সমাজগৃহের নেতার বাড়িতে এসে দেখলেন সেখানে গোলমাল হচ্ছে, কেউ কেউ শোকে চিৎকার করে কাঁদছে ও বিলাপ করছে। অধ্যায় দেখুন |