Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মার্ক 5:33 - কিতাবুল মোকাদ্দস

33 তাতে সেই স্ত্রীলোকটি ভয়ে কাঁপতে কাঁপতে, তার প্রতি কি করা হয়েছে জানাতে, তাঁর সম্মুখে উবুড় হয়ে পড়লো, আর সমস্ত সত্যি ঘটনা তাঁকে বললো।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

33 তখন সেই নারী, তার প্রতি কী ঘটেছে জেনে, যীশুর কাছে এসে তাঁর চরণে লুটিয়ে পড়ল। সে ভয়ে কাঁপতে কাঁপতে সমস্ত সত্য তাঁকে জানাল।

অধ্যায় দেখুন কপি

Márk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)

33 Táháte se strí bhítá o kampitá haiyá ápanár je upakár haiáche, táhá jániyá ásiyá táṇhár sammukhe paṛiyá satya brittánta samasta táṇháke kahila.

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

33 কি ঘটেছে সেই নারী জানত, তাই সে ভয়ে কাঁপতে কাঁপতে যীশুর সামনে এসে মাটিতে লুটিয়ে পড়লল এবং সমস্ত ঘটনা তাঁকে খুলে বলল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

33 তাহাতে সেই স্ত্রীলোকটী ভয়ে কাঁপিতে কাঁপিতে, তাহার প্রতি কি করা হইয়াছে জানাতে, তাঁহার সম্মুখে আসিয়া প্রণিপাত করিল, আর সমস্ত সত্য বৃত্তান্ত তাঁহাকে কহিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

33 তখন সেই স্ত্রীলোকটি ভয়ে কাঁপতে কাঁপতে তার প্রতি কি করা হয়েছে তা জানাতে তাঁর পায়ে পড়ল এবং সমস্ত সত্যি কথা তাঁকে বলল।

অধ্যায় দেখুন কপি




মার্ক 5:33
10 ক্রস রেফারেন্স  

স্ত্রীলোকটি যখন দেখলো, সে লুকিয়ে থাকতে পারে নি, তখন কাঁপতে কাঁপতে আসল এবং তাঁর সম্মুখে ভূমিতে উবুড় হয়ে, কি জন্য তাঁকে স্পর্শ করেছিল এবং কিভাবে তৎক্ষণাৎ সুস্থ হয়েছিল, তা সব লোকের সাক্ষাতে বর্ণনা করলো।


কিন্তু তিনি সেই কথায় ভীষণ অস্থির হয়ে উঠলেন, আর মনে মনে ভাবতে লাগলেন, এ কেমন সালাম?


তাঁকে দেখে জাকারিয়ার মন অস্থির হয়ে উঠলো, ভীষণ ভয় তাঁকে পেয়ে বসলো।


তাতে তাঁরা ভীষণ ভয় পেয়ে পরস্পর বলতে লাগলেন, ইনি তবে কে যে, বাতাস এবং সমুদ্রও এঁর হুকুম মানে?


হে আল্লাহ্‌-ভীত লোকেরা, তোমরা এসে শোন,; আমার প্রাণের জন্য তিনি যা করেছেন, তা বর্ণনা করি।


হে মাবুদ, আমার আল্লাহ্‌, আমি তোমার কাছে আর্তনাদ করলাম, আর তুমি আমাকে সুস্থ করলে।


কিন্তু কে এই কাজ করেছিল, তাকে দেখবার জন্য তিনি চারদিকে দৃষ্টিপাত করলেন।


তখন তিনি তাকে বললেন, হে কন্যে, তোমার ঈমান তোমাকে রক্ষা করলো, শান্তিতে চলে যাও ও তোমার রোগ থেকে মুক্ত থাক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন