মার্ক 5:2 - কিতাবুল মোকাদ্দস2 তিনি নৌকা থেকে বের হলে তৎক্ষণাৎ এক ব্যক্তি কবর-স্থান থেকে তাঁর সম্মুখে আসল, তাকে নাপাক রূহে পেয়েছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ2 যীশু নৌকা থেকে নেমে এলে এক মন্দ-আত্মাগ্রস্ত ব্যক্তি কবরস্থান থেকে বের হয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এল। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)2 Nauká haite nirgata haibámátra ashuci átmábishta ek byakti kabar‐sthán haite táṇhár sammukhabartí haila. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 নৌকা থেকে যীশু নামতেই অপদেবতাগ্রস্ত একটি লোক সমাধিক্ষেত্রের গুহা থেকে বেরিয়ে তাঁর সামনে এসে হাজির হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 তিনি নৌকা হইতে বাহির হইলে তৎক্ষণাৎ এক ব্যক্তি কবরস্থান হইতে তাঁহার সম্মুখে আসিল, তাহাকে অশুচি আত্মায় পাইয়াছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 তিনি নৌকা থেকে নামার সাথে সাথে একটি লোক কবরস্থান থেকে তাঁর সামনে এল, তাকে অশুচি আত্মায় পেয়েছিল। অধ্যায় দেখুন |