Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মার্ক 4:9 - কিতাবুল মোকাদ্দস

9 পরে তিনি বললেন, যার শুনবার কান আছে, সে শুনুক।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

9 এরপর যীশু বললেন, “যার শোনবার মতো কান আছে, সে শুনুক।”

অধ্যায় দেখুন কপি

Márk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)

9 Pare tini táhádigake kahilen, jáhár shunite karna tháke se shunuk.

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

9 যীশু বললেন, যার শোনার মত কান আছে সে শুনুক এ কথা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 পরে তিনি কহিলেন, যাহার শুনিবার কাণ থাকে, সে শুনুক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 তিনি তাদের বললেন, “যার শোনার মত কান আছে সে শুনুক।”

অধ্যায় দেখুন কপি




মার্ক 4:9
15 ক্রস রেফারেন্স  

যার শুনবার কান আছে সে শুনুক।


যার কান আছে, সে শুনুক, পাক-রূহ্‌ মণ্ডলীগুলোকে কি বলছেন।


যার কান আছে, সে শুনুক, পবিত্র রূহ্‌ মণ্ডলীগুলোকে কি বলছেন।


যার কান আছে, সে শুনুক, রূহ্‌ মণ্ডলীগুলোকে কি বলছেন।


অতএব তোমরা কিভাবে শুনছো সেই বিষয়ে মনোযোগ দাও; কেননা যার আছে, তাকে দেওয়া যাবে; আর যার নেই, তার যা আছে বলে মনে করা হয়, তাও তার কাছ থেকে নেওয়া যাবে।


পরে তিনি লোকদেরকে কাছে ডেকে বললেন, তোমরা শোন ও বুঝ।


যার কান আছে সে শুনুক।


শোন, বীজ বপনকারী বীজ বপন করতে গেল;


আর কতগুলো বীজ উত্তম ভূমিতে পড়লো, তা অঙ্কুরিত হয়ে ও বেড়ে উঠে ফল দিল; কতগুলো ত্রিশ গুণ, কতগুলো ষাট গুণ ও কতগুলো শত গুণ ফল দিল।


যখন তিনি নির্জনে ছিলেন, তাঁর সঙ্গীরা সেই বারো জনের সঙ্গে তাঁকে দৃষ্টান্তগুলোর বিষয়ে জিজ্ঞাসা করলেন।


যার কান আছে, সে শুনুক, পাক-রূহ্‌ মণ্ডলীগুলোকে কি বলছেন। যে জয় করে, তাকে আমি আল্লাহ্‌র “পরমদেশস্থ জীবন-বৃক্ষের” ফল ভোজন করতে দেব।


যার কান আছে, সে শুনুক, রূহ্‌ মণ্ডলীগুলোকে কি বলছেন। যে জয় করে, দ্বিতীয় মৃত্যু তার অনিষ্ট করবে না।


কিন্তু যা কিছু মানুষ থেকে বের হয়, সে সবই মানুষকে নাপাক করে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন