মার্ক 4:19 - কিতাবুল মোকাদ্দস19 যারা কালাম শুনেছে, কিন্তু সংসারের চিন্তা, ধনের মায়া ও অন্যান্য বিষয়ের অভিলাষ ভিতরে গিয়ে ঐ কালাম চেপে রাখে, সেজন্য তাতে কোন ফল ধরে না। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ19 কিন্তু এই জীবনের বিভিন্ন দুশ্চিন্তা, ধনসম্পত্তি, ছলনা ও অন্য সব বিষয়ের কামনাবাসনা এসে উপস্থিত হলে, তা সেই বাক্যকে চেপে রাখে, ফলে তা ফলহীন হয়। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)19 kintu ei sansárer cintá o dhana‐máyá o anyánya bishaya‐ghaṭita abhilásh prabishta haiyá ai bákya cápiyá rákhe, táháte táhá phala‐hín hay. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 কিন্তু জাগতিক চিন্তাভাবনা, ধনসম্পত্তি এবং সাংসারিক সুখভোগের আসক্তিতে ঈশ্বরের বাক্য চাপা পড়ে যায়, তখন তাতে আর ফসল হয় না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 কিন্তু সংসারের চিন্তা, ধনের মায়া ও অন্যান্য বিষয়ের অভিলাষ ভিতরে গিয়া ঐ বাক্য চাপিয়া রাখে, তাহাতে তাহা ফলহীন হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 কিন্তু সংসারের চিন্তা, অর্থের মায়া ও অন্যান্য বিষয়ের অভিলাষ মনের ভেতর গিয়ে ঐ বাক্য চেপে রাখে, আর তাই তাতে কোন ফল হয় না। অধ্যায় দেখুন |