মার্ক 2:25 - কিতাবুল মোকাদ্দস25 তিনি তাদেরকে বললেন, দাউদ ও তাঁর সঙ্গীরা খাদ্যের অভাবে ক্ষুধিত হলে তিনি যা করেছিলেন তা কি তোমরা কখনও পাঠ কর নি? অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ25 তিনি উত্তর দিলেন, “যখন দাউদ ও তাঁর সঙ্গীরা ক্ষুধার্ত ছিলেন, তখন খাদ্যের প্রয়োজনে তাঁরা কী করেছিলেন, তা কি তোমরা কখনও পাঠ করোনি? অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)25 Tini táhádigake kahilen, Dáúd o táṇhár sangirá [khádyer] abhábe khudhita haile tini jáhá kariáchilen, táhá tomará ki kakhano páṭh kara nái? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 তিনি তাঁদের বললেন, দাউদ ও তাঁর অনুচরের ক্ষুধার্ত হয়এ কি করেছিলেন, তা কি আপনারা কখনও পড়েননি? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 তিনি তাহাদিগকে কহিলেন, দায়ূদ ও তাঁহার সঙ্গীরা খাদ্যের অভাবে ক্ষুধিত হইলে তিনি যাহা করিয়াছিলেন, তাহা কি তোমরা কখনও পাঠ কর নাই? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 তিনি তাদের বললেন, “দায়ূদ ও তাঁর সঙ্গীরা খাবারের অভাবে ক্ষুধার্ত হয়ে কি করেছিলেন তোমরা কি পড় নি? অধ্যায় দেখুন |