মার্ক 15:10 - কিতাবুল মোকাদ্দস10 কেননা প্রধান ইমামেরা যে হিংসাবশতঃ তাঁকে ধরিয়ে দিয়েছিল তা তিনি জানতে পেরেছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ10 কারণ তিনি জানতেন, প্রধান যাজকেরা ঈর্ষাবশত যীশুকে তাঁর হাতে তুলে দিয়েছিল। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)10 Kenaná pradhán jájakerá je mátsarjya prajukta táṇháke samarpan kariyáchila, táhá se jánite párila. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 কারণ তিনি জানতেন পুরোহিতদের নেতৃবৃন্দ ঈর্ষার বশে যীশুকে হিংসা করে তাঁর হাতে তুলে দিয়েছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 কেননা প্রধান যাজকেরা যে হিংসা বশতঃ তাঁহাকে সমর্পণ করিয়াছিল, তাহা তিনি জানিতে পারিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 কারণ তিনি বুঝতে পেরেছিলেন প্রধান যাজকরা হিংসার বশবর্তী হয়ে যীশুকে তার হাতে তুলে দিয়েছিল। অধ্যায় দেখুন |