মার্ক 14:54 - কিতাবুল মোকাদ্দস54 আর পিতর দূরে থেকে তাঁর পিছনে পিছনে ভিতরে মহা-ইমামের প্রাঙ্গণ পর্যন্ত গেলেন এবং পদাতিকদের সঙ্গে বসে আগুন পোহাতে লাগলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ54 পিতর দূর থেকে তাঁকে অনুসরণ করে মহাযাজকের উঠান পর্যন্ত চলে গেলেন। সেখানে তিনি প্রহরীদের সঙ্গে বসে আগুন পোহাতে লাগলেন। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)54 Ár Pitar dúre táṇhár pashcát pashcát jáiyá mahájájaker báṭír abhyantar arthát prángan parjyanta ásiyáchila, ebaṇg padátikder sahit basiyá agnir táp laitechila. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)54 পিতর দূরে থেকেক যীশুর অনুসরণ করে সোজা প্রধান পুরোহিতের উঠোনের মধ্যে চলে গেলেন এবং সেখানে দাস-দাসীদের সঙ্গে তিনিও আগুন পোহাতে লাগলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)54 আর পিতর দূরে থাকিয়া তাঁহার পশ্চাৎ পশ্চাৎ ভিতরে, মহাযাজকের প্রাঙ্গণ পর্য্যন্ত গেলেন, এবং পদাতিকদের সহিত বসিয়া আগুন পোহাইতে লাগিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল54 আর পিতর দূরে দূরে থেকে যীশুর পেছনে যেতে যেতে মহাযাজকের উঠোন পর্যন্ত গেলেন এবং রক্ষীদের সঙ্গে বসে আগুন পোহাতে লাগলেন। অধ্যায় দেখুন |