মার্ক 14:40 - কিতাবুল মোকাদ্দস40 পরে তিনি আবার এসে দেখলেন, তাঁরা ঘুমিয়ে পড়েছেন; কারণ তাঁদের চোখ বড়ই ভারী হয়ে পড়েছিল, আর তাঁকে কি উত্তর দেবেন, তা তাঁরা বুঝতে পারলেন না। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ40 যখন তিনি ফিরে এলেন, তিনি আবার তাঁদের ঘুমাতে দেখলেন, কারণ তাঁদের চোখের পাতা ভারী হয়ে উঠেছিল। তাঁরা তাঁকে কী বলবেন, বুঝতে পারলেন না। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)40 Ebaṇg phiriyá ásiyá táhádigake árbár nidrágata dekhilen; káran táháder cakshu bhárí chila, ebaṇg táṇháke ki uttar dite hay, táhá táhárá bujhite párila ná. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)40 আবার ফিরে এলেন তাঁদের কাছে। দেখলেন, তাঁরা ঘুমাচ্ছেন, চোখ তাঁদের ঘুমে ভারী হয়ে উঠেছে। যীশুকে তাঁরা যে কি উত্তর দেবেন খুঁজে পেলেন না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)40 পরে তিনি আবার আসিয়া দেখিলেন, তাঁহারা ঘুমাইয়া পড়িয়াছেন; কারণ তাঁহাদের চক্ষু বড়ই ভারী হইয়া পড়িয়াছিল, আর তাঁহাকে কি উত্তর দিবেন, তাহা তাঁহারা বুঝিতে পারিলেন না; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল40 তারপর ফিরে এসে দেখলেন তাঁরা ঘুমাচ্ছেন, কারণ ঘুমে তাদের চোখ বন্ধ হয়ে আসছিল। তাঁরা যীশুর দিকে তাকিয়ে তাঁকে কি বলবেন বুঝে উঠতে পারছিলেন না। অধ্যায় দেখুন |