মার্ক 14:35 - কিতাবুল মোকাদ্দস35 পরে তিনি কিঞ্চিৎ আগে গিয়ে ভূমিতে উবুড় হয়ে পড়লেন এবং এই মুনাজাত করলেন, যদি হতে পারে, তবে যেন সেই সময় তাঁর কাছ থেকে চলে যায়। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ35 আরও কিছু দূর এগিয়ে গিয়ে, তিনি মাটিতে লুটিয়ে পড়ে প্রার্থনা করলেন, যেন সম্ভব হলে সেই লগ্ন তাঁর কাছ থেকে দূর করা হয়। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)35 Pare tini kincit agre jáiyá bhúmite ubuṛ haiyá paṛilen, ebaṇg jadi haite páre, tabe sei dussamay jena táṇháke cháṛiyá atíta hay, ei prárthaná karite lágilen. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)35 তারপর একটু দূরে এগিয়ে গিয়ে যীশু মাটিতে লুটিয়ে পড়ে প্রার্থনা করতে লাগলেন, যদি সম্ভব হয় তাহলে যেন সেই মর্মান্তিক ক্ষণ থেকে তিনি অব্যাহতি পান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)35 পরে তিনি কিঞ্চিৎ অগ্রে গিয়া ভূমিতে পড়িলেন, এবং এই প্রার্থনা করিলেন, যদি হইতে পারে, তবে যেন সেই সময় তাঁহার নিকট হইতে চলিয়া যায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল35 পরে কিছুটা এগিয়ে মাটিতে উপুড় হয়ে পড়ে তিনি প্রার্থনা করলেন যে যদি সম্ভব হয় তবে এই দুঃখের সময়টা তাঁর কাছ থেকে সরে যাক। অধ্যায় দেখুন |