মার্ক 14:14 - কিতাবুল মোকাদ্দস14 আর সে যে বাড়িতে প্রবেশ করে, সেই বাড়ির মালিককে বলো, হুজুর বলছেন, যেখানে আমি আমার সাহাবীদের সঙ্গে ঈদুল ফেসাখের মেজবানী ভোজন করতে পারি, আমার সেই মেহমান-শালা কোথায়? অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ14 যে বাড়িতে সে প্রবেশ করবে, সেই গৃহকর্তাকে তোমরা বোলো, ‘গুরুমহাশয় জানতে চান, অতিথিদের জন্য আমার সেই নির্দিষ্ট ঘরটি কোথায়, যেখানে আমি আমার শিষ্যদের নিয়ে নিস্তারপর্বের ভোজ গ্রহণ করতে পারি?’ অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)14 Ebaṇg se je báṭíte prabesh kare, sei báṭír kartáke bala, Guru kahitechen, ámi je stháne shishyaganer sahit nistár parber bhoj karite pári, sei atithi‐shálá kotháy? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 যে বাড়িতে সে ঢুকবে সেই বাড়ির মালিককে বল, গুরুদেব জিজ্ঞাসা করেছেন যে, তিনি সিষ্যদের সঙ্গে যে ঘরে তারণোৎসবের ভোজের অনুষ্ঠান পালন করবেন সেই ঘরটা কোথায়? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 আর সে যে বাটীতে প্রবেশ করে, সেই বাটীর কর্ত্তাকে বলিও, গুরু বলিতেছেন, যেখানে আমি আমার শিষ্যগণের সহিত নিস্তারপর্ব্বের ভোজ ভোজন করিতে পারি, আমার সেই অতিথিশালা কোথায়? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 সে যে বাড়িতে ঢুকবে সেই বাড়ির মালিককে বলবে, ‘গুরু বলেছেন, সেই অতিথির ঘর কোথায় যেখানে আমি আমার শিষ্যদের সাথে নিস্তারপর্বের ভোজ খেতে পারি।’ অধ্যায় দেখুন |