মার্ক 13:24 - কিতাবুল মোকাদ্দস24 আর সেই সময়ে, সেই কষ্টের পরে, সূর্য অন্ধকার হবে, চন্দ্র জ্যোৎস্না দেবে না, অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ24 “কিন্তু সেই সমস্ত দিনে, সেই বিপর্যয়ের শেষে, “ ‘সূর্য অন্ধকারে ঢেকে যাবে, চাঁদ তার আলো দেবে না; অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)24 Ár ai samaye sei klesher pare súrjya andhakármay haibe, ebaṇg candra nij jyotsná dibe ná; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 সে সব দিনের দুঃখ ক্লেশের শেষে, ‘সূর্য ঢেকে যাবে অন্ধকারে চাঁদ আর দেবে না আলো অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 আর সেই সময়ে, সেই ক্লেশের পরে, সূর্য্য অন্ধকার হইবে, চন্দ্র জ্যোৎস্না দিবে না, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 “কিন্তু সেই সময়, সেই কষ্টের শেষে, ‘সূর্য অন্ধকার হয়ে যাবে এবং চাঁদ আর আলো দেবে না। অধ্যায় দেখুন |