মার্ক 13:21 - কিতাবুল মোকাদ্দস21 আর সেই সময়ে যদি কেউ তোমাদেরকে বলে, দেখ, সেই মসীহ্ এখানে, কিংবা দেখ, ওখানে, তোমরা বিশ্বাস করো না। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ21 সেই সময় কেউ যদি তোমাদের বলে, ‘দেখো, খ্রীষ্ট এখানে,’ বা ‘দেখো, তিনি ওখানে,’ সেকথা তোমরা বিশ্বাস কোরো না। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)21 Ár dekha, ei stháne Khríshta áchen, kimbá dekha, ai stháne áchen, sei samaye jadi keha tomádigake eman kathá kahe, tabe pratyay kario ná. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 সেই সময় কেউ যদি বলে, ‘এই দেখ, খ্রীস্ট এখানে’ অথবা ‘ঐ যে ওখানে’ বিশ্বাস করো না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 আর তৎকালে যদি কেহ তোমাদিগকে বলে, দেখ, সেই খ্রীষ্ট এখানে, কিম্বা দেখ, ওখানে, তোমরা বিশ্বাস করিও না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 “কেউ যদি তখন তোমাদের বলে, ‘দেখ, খ্রীষ্ট এখানে বা ওখানে আছেন, তোমরা বিশ্বাস কোরো না। অধ্যায় দেখুন |