Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মার্ক 13:17 - কিতাবুল মোকাদ্দস

17 হায়, সেই সময় গর্ভবতী এবং স্তন্যদাত্রী নারীদের অবস্থা কি ভীষণই না হবে!

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

17 সেই সময় গর্ভবতী নারীদের ও স্তন্যদাত্রী মায়েদের কতই না ভয়ংকর কষ্ট হবে!

অধ্যায় দেখুন কপি

Márk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)

17 Háy, sei samaye garbhabatí ebaṇg stana‐dátrí strídiger santáp haibe.

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

17 আহা! সেই সময় সন্তানসম্ভবা ও স্তন্যদাত্রী মায়েদের কি দুর্দিন!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 হায়, সেই সময়ে গর্ভবতী এবং স্তন্যদাত্রী নারীদের সন্তাপ!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 “হায়, সেই সময়ে গর্ভবতী বা যাদের কোলে শিশু থাকবে তাদের কত কষ্ট!

অধ্যায় দেখুন কপি




মার্ক 13:17
12 ক্রস রেফারেন্স  

কেননা দেখ, এমন সময় আসছে, যে সময়ে লোকে বলবে, ধন্য সেই স্ত্রীলোকেরা, যারা বন্ধ্যা, যাদের উদর কখনও প্রসব করে নি, যাদের স্তন কখনও দুধ দেয় নি।


স্নেহময়ী স্ত্রীদের হাত নিজ নিজ শিশু রান্না করেছে; আমার জাতিরূপ কন্যার ভঙ্গের কারণে এরা তাদের খাদ্যদ্রব্য হয়েছে।


হায়, সেই সময়ে গর্ভবতী ও স্তন্যদাত্রী স্ত্রীদের সন্তাপ! কেননা দেশে বিষম দুর্গতি হবে এবং এই জাতির উপরে আল্লাহ্‌র গজব নেমে আসবে।


সামেরিয়া দণ্ড পাবে, কারণ সে তার আল্লাহ্‌র বিরুদ্ধাচারিণী হয়েছে, তারা তলোয়ারের আঘাতে মারা পড়বে, তাদের শিশুদেরকে আছড়ে খণ্ড খণ্ড করা যাবে, তাদের গর্ভবতী স্ত্রীলোকদের উদর বিদীর্ণ করা যাবে।


হে মাবুদ, তাদেরকে দাও; তুমি কি দেবে? তাদেরকে সন্তান নষ্ট হয়ে যাওয়া জঠর ও শুকনো স্তন দাও।


এবং তাঁকে বললো, শুনছো, এরা কি বলছে? ঈসা তাদেরকে বললেন, হ্যাঁ, তোমরা কি কখনও পাঠ কর নি যে, “তুমি শিশু ও দুগ্ধপোষ্যদের মুখ থেকে প্রশংসা-গজল সম্পন্ন করেছ”?


এবং যে কেউ ক্ষেতে থাকে, সে নিজের কাপড় নেবার জন্য পিছনে ফিরে না যাক।


আর মুনাজাত করো, যেন এই অবস্থা শীতকালে না হয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন