মার্ক 12:38 - কিতাবুল মোকাদ্দস38 আর তিনি তাঁর উপদেশের মধ্যে তাদেরকে বললেন, আলেমদের থেকে সাবধান, তারা লম্বা লম্বা কোর্তা পরে বেড়াতে চায় এবং হাট বাজারে লোকদের কাছ থেকে সালাম পেতে চায়, অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ38 শিক্ষা দেওয়ার সময় যীশু তাদের বললেন, “শাস্ত্রবিদদের সম্পর্কে সতর্ক থেকো। তারা লম্বা লম্বা পোশাক পরে ঘুরে বেড়াতে ও হাটেবাজারে সম্ভাষিত হতে ভালোবাসে। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)38 Apar tini upadesh dite dite táhádigake kahilen, Jáhárá dírgha paricchade paribhraman, o háṭ bájáre lokder mangalabád, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)38 যীশু উপদেশ দিতে গিয়ে বললেন, শাস্ত্রীদের সম্বন্ধে সাবধান থেকো। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)38 আর তিনি আপন উপদেশের মধ্যে তাহাদিগকে বলিলেন, অধ্যাপকদের হইতে সাবধান, তাহারা লম্বা লম্বা কাপড় পরিয়া বেড়াইতে চায়, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল38 আর তাঁর শিক্ষায় তিনি তাদের বললেন, “ব্যবস্থার শিক্ষকদের থেকে সাবধান, তারা লম্বা লম্বা পোশাক পরতে চায়, হাটে বাজারে লোকদের সম্মান, অধ্যায় দেখুন |