মার্ক 11:21 - কিতাবুল মোকাদ্দস21 তখন পিতর আগের কথা স্মরণ করে তাঁকে বললেন, রব্বি, দেখুন, আপনি যে ডুমুরগাছটিকে বদদোয়া দিয়েছিলেন, সেটি শুকিয়ে গেছে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ21 সব কথা তখন পিতরের মনে পড়ল, আর তিনি যীশুকে বললেন, “রব্বি দেখুন, যে ডুমুর গাছটিকে আপনি অভিশাপ দিয়েছিলেন, সেটি শুকিয়ে গেছে।” অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)21 Táháte Pitar púrbakathá smaran kariyá táṇháke kahila, Rabbi, ai dekhun, ápani je ḍumburbrikshake sháp diyáchilen, uhá shushka haiyá giyáche. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 পিতরের মনে পড়ল সব কথা। তিনি যীশুকে বললেন, গুরুদেব দেখুন, যে ডুমুরগাছটাকে আপনি অভিশাপপ দিয়েছিলেন, সেটা শুকিয়ে গেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 তখন পিতর পূর্ব্বকথা স্মরণ করিয়া তাঁহাকে কহিলেন, রব্বি, দেখুন, আপনি যে ডুমুরগাছটীকে শাপ দিয়াছিলেন, সেটী শুকাইয়া গিয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 পিতর আগের দিনের কথা মনে করে তাঁকে বললেন, “হে গুরু, দেখুন, আপনি যে ডুমুর গাছটিকে অভিশাপ দিয়েছিলেন সেটি শুকিয়ে গেছে।” অধ্যায় দেখুন |